• কলমের আচঁড়ে রাজনীতির মানচিত্র ফুটত ক্যানভাসে! লোকসভার আবহে মোদীর স্মৃতিতে আর কে লক্ষ্মণ
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • রাজনৈতিক ব্যঙ্গচিত্র শিল্পী আর কে লক্ষ্মণের 'কমন ম্যান' অত্যন্ত জনপ্রিয়। নাটকের মঞ্চ থেকে শুরু করে পোস্টাল স্ট্যাম্প, গুগল ডুডল, সলমান রুশদির বই, সিনেমা, টিভি সিরিজ, স্ট্যাচু, সর্বক্ষেত্রেই আর কে লক্ষ্মণের কার্টুন ব্যবহার হতে দেখা যায়। তাঁর ব্যবহার করা হাস্যরস, ব্যঙ্গগুলি সর্বজন বিদিত। তাঁর অতুলনীয় বুদ্ধি এবং তীক্ষ্ণ ড্রাফটম্যানশিপ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলকেই গভীরভাবে নাড়িয়ে দেয়।১৯৫১ সালে প্রথমবার যখন টাইম অফ ইন্ডিয়াতে 'ইউ সেড ইট' সিরিজটি প্রকাশিত হয়েছিল, তখন তা সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছিল পাঠকদের কাছে। যতদিন পর্যন্ত শরীর দিয়েছিল, ততদিন এই আর কে লক্ষ্মণ এই রাজনৈতিক ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। ততদিনই তা টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছিল। দীর্ঘ কয়েক দশক ধরে তা পাঠকদের মনগ্রাহী হয়ে উঠেছিল।

    RK Laxman :আর কে লক্ষ্মণ

    আইন বিশেষজ্ঞ ননী পালখিওয়ালা বলেন, '১৯৪৭ সালে সাধারণ মানুষ ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন। কিন্তু, সেই মানুষই ১৯৫২ সালে হতাশ হয়ে পড়েছিলেন। ১৯৫৬ সালে তাঁরা আঘাত পেয়েছিলেন এবং ১৯৬৩ সালে গিয়ে ভেঙে পড়েছিলেন।' একদিকে আর কে লক্ষ্মণ তাঁর তুলির আঁচড়ে সাধারণ মানুষের বুদ্ধিমত্তা তুলে ধরেছিলেন, অন্যদিকে, রাজনীতিবিদ এবং প্রভাবশালীদের আয়না দেখিয়েছিলেন। তাঁর কার্টুনের চেয়ে মারাত্মক অস্ত্র আর ছিল না।

    ফলে এটি অবাক করার বিষয় নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কনক্লেভে 'কমন ম্যান'-এর উল্লেখ করেন। বর্তমানের সময়ের রাজনৈতিক প্রেক্ষিতে সাদা কাগজে নিজের তুলি-কলমের আঁচড় কাটতে পারলে হয়তো আর কে লক্ষ্মণ অত্যন্ত খুশি হতেন। এমনটাই মনে করেন নরেন্দ্র মোদী।
  • Link to this news (এই সময়)