‘আপনাদের রাজ্যে ৩০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখান’, বিজেপিকে নতুন চ্যালেঞ্জ অভিষেকের
এই সময় | ২০ মার্চ ২০২৪
রাজ্যের শাসক দলের নির্বাচনী প্রচারে একাধিক জনহিতকর কর্মকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরা হয়। সেই তালিকার শীর্ষেই থাকে লক্ষ্মীর ভাণ্ডার। সম্প্রতি, এই খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তবে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কয়েকদিন আগেই বড় বার্তা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার ক্ষমতায় এলে এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার করা হবে বলে আশ্বাস দেন শুভেন্দু। তাঁকেই এবার পালটা চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর বক্তৃতায় ছিল, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ। পাশাপাশি, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আশ্বাসবাণী নিয়ে কটাক্ষ করেন তিনি।
এদিনের সভা থেকে অভিষেক বলেন, ‘আমার চ্যালেঞ্জ নেওয়ার তো ওদের বুকের পাটা নেই, আবার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সারা দেশে ১৭টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, একটি রাজ্যে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখাক, আমি রাজনীতির ময়দান ছেড়ে দেব।’ তাঁর কথায়, আমি রাজনীতি ছেড়ে দিতে অনেকেই চান। এটা তো তাঁদের সুযোগ দিলাম। অভিষেক কটাক্ষ করে বলেন, ‘এটা তো লোফা ক্যাচ দিলাম। তাও ফেলে দেবে। কারণ প্র্যাকটিস করেনি।’
প্রসঙ্গত, কিছুদিন আগে নদিয়ার একটি জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ রানাঘাটের একটি নির্বাচনী প্রচারের জনসভা থেকে এমনই দাবি করেন শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্যের পরেই রাজনৈতিক ভাবে নতুন করে জল্পনা তৈরি হয়। রাজ্যের শাসক দলের অন্যতম অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডারকে ঘুরিয়ে কাজে লাগানোর বার্তা দিতেই এমন মন্তব্য বলে ধারণা রাজনৈতিক মহলে।
এটা তো লোফা ক্যাচ দিলাম। তাও ফেলে দেবেঅভিষেক বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, কয়েকমাস আগে উত্তরবঙ্গ সফরের মাঝে ধূপগুড়ির একটি সভা থেকেও এমন দাবি করেছিলেন শুভেন্দু। লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা করে দেওয়া হবে এবং বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই প্রস্তাব পাশ করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি।
তবে রাজ্য সরকারের অন্যতম অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডারকেই কি পালটা অস্ত্র করতে তৎপর গেরুয়া শিবির? এমন জল্পনার মাঝেই এদিন রাজ্য বিজেপিকে নতুন চ্যালেঞ্জ দিলেন অভিষেক। এর আগে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দের বিষয়ে শ্বেতপত্র প্রকাশের বিষয় নিয়েও চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি। তার সঙ্গে বসিরহাটের সভা থেকে আরও একটি নতুন চ্যালেঞ্জ যোগ করে দিলেন তিনি।