ইডেনে KKR-এর ম্যাচের শেষে বিশেষ পরিষেবা মেট্রোর, কখন কোন স্টেশন থেকে ছাড়বে?
এই সময় | ২১ মার্চ ২০২৪
কলকাতাবাসী তথা পার্শ্ববর্তী জেলার মানুষের জন্য সারাবছরই বিভিন্ন পদক্ষেপ করতে থাকে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান ও বিশেষ দিনে স্পেশ্যাল সার্ভিসও দিয়ে থাকে কলকাতা মেট্রো রেল। এর ফলে গুরুত্বপূর্ণ দিনগুলিতে অনেকটাই সুবিধা পান যাত্রীরা। কারণ এক্ষেত্রে বেশিরাতে বাড়ি ফেরার ক্ষেত্রে সুবিধা পান তাঁরা। এবার আরও একবার তেমনই উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে।আগামী ২৩ তারিখ ইডেন গার্ডেনসে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। আর সেই ম্যাচ দেখে ফেরার পথে যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই কারণে বিশেষ পরিষেবার ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই দিন মেট্রোর উত্তর - দক্ষিণ করিডোর, অর্থাৎ ব্লু লাইনে চলবে বিশেষ মেট্রো পরিষেবা। একটি মেট্রে এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত সওয়া বারোটায়, যেটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত্রি ১২টা ৪৮ মিনিটে। আর অপর একটি মেট্রো ছাড়বে সেই সওয়া বারোটাতেই ছাড়বে এসপ্ল্যানেড থেকে, যেটিও কবি সুভাষ পৌঁছবে রাত্রি ১২টা ৪৮ মিনিটে।
ইডেনে আইপিএল-এর ম্যাচ দেখতে প্রতিবছরই বহু দর্শক ভিড় করেন। তবে তাঁদের মধ্যে যাঁরা নিজস্ব যানবাহন নিয়ে আসেন, তাঁরা ম্যাচ শেষের পরে খুব সহজেই ফিরে যেতে পারেন বাড়ি। কিন্তু বাকিদের বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ, একদিকে যেমন সেই সময় যানবাহনের সংখ্যা কমে যায়, অন্যদিকে আবার যে অল্প পরিমাণ যানবাহন রাস্তায় থাকে, সেগুলিও বাড়তি ভাড়া চায়। ফলে অল্প দূরত্ব যেতেও অনেকটাই বাড়তি ভাড়া গুণতে হয় যাত্রীদের। সেক্ষেত্রে মেট্রোর এই সিদ্ধান্তের ফলে তাঁদের অনেকটাই সুবিধা ববে বলে আশা করা হচ্ছে।
এর আগেও বিশেষ পরিষেবা দিয়েছে মেট্রোউল্লেখ্য, এর আগে আইএসএল-এ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচের সময় সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকেও রাতে স্পেশ্যাল পরিষেবা দেওয়া হয়। এর ফলে সেই সময় ম্যাচগুলি দেখে বাড়ি ফিরতে অনেকটাই সুবিধা হয় যাত্রীদের। সেখানেই শেষ নয়, দুর্গাপুজোর সময়ও প্রতি বছর রাতভর পরিষেবা দেয় মেট্রো কর্তৃপক্ষ। ফলে এখদিকে যেমন রাতে ঠাকুর দেখার ক্ষেত্রে সুবিধা পান মানুষ, অন্যদিকে ভোরে বাড়ি ফেরার ক্ষেত্রেও বিশেষ ঝক্কি পোহাতে হয় না। তাছাড়া মানুষের সুবিধার জন্য সম্প্রতি আরও ৩টি নতুন সেকশনের সূচনা সংযুক্ত হয়েছে কলকাতা মেট্রোর মানচিত্রে।