Election Commission Of India : EVM মেশিন থেকে মক পোল! কী কী পরিবর্তন এবারের ভোটে, জানুন এক ক্লিকে
এই সময় | ২১ মার্চ ২০২৪
একমাসের মধ্যেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ১৮তম লোকসভা নির্বাচনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ইভিএম মেশিন থেকে শুরু করে স্লিপ সংক্রান্ত বিষয়ে। ভোট কর্মীদের জন্য এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বেশ কিছু নিয়ম কানুন পরিবর্তন করা হচ্ছে এবারের লোকসভা নির্বাচনে।কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের ভোটে সাদা রংয়ের স্ট্রিপ সিল থাকবে না। এই সাদা রংয়ের স্ট্রিপ সিলে এ, বি,সি ডি মার্কিং থাকত। এবারের ভোট ওই স্লিপের পরিবর্তে পিংক রংয়ের স্লিপ থাকবে। সেই পেপারে এ, বি মার্কিং করে দেওয়া থাকবে। এর পাশাপাশি, এবারের ভোট পোলিং পার্টি EVM নেওয়ার পর সেটি কোনওভাবেই পরীক্ষা করতে পারবে না। যদি পোলিং পার্টি রাতে এটি ব্যাবহার করে সেটাকে অপরাধযোগ্য হিসেবে গণ্য করা হবে।
এবারে মক পোলের সময় পরিবর্তন করা হয়েছে। এবার মক পোল শুরু হবে সকাল সাড়ে পাঁচটা থেকে।
এবারের ভোটে EVM মেশিনের কিছু পরিবর্তন থাকছে। কমিশন থেকে জানানো হয়েছে, এবারের লোকসভা নির্বাচনে যে EVM মেশিন ব্যবহার করা হবে, সেটি M3 মডিউল। এই ইভিএমটি একটি অটো পাওয়ার কাট মেশিন। এছাড়াও এবারের মেশিনে কত শতাংশ ব্যাটারি আছে, সেটিও মেশিনের উপরে ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দেওয়া হবে।
এবার রিসিভিং সেন্টারে ৪টি প্যাকেট জমা পড়ত, সেখানে এবার ছয়টি প্যাকেট জমা পড়বে। এর মধ্যে প্রথম প্যাকেটে ইভিএম পেপার থাকবে এবং দ্বিতীয় প্যাকেটে সিকিউরিটি ডকুমেন্ট দেওয়া থাকবে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবার বেশ কিছু কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবারের নির্বাচনে আর্থিক লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকবে কমিশনের কাছে। লোকসভা নির্বাচনের প্রচারে কোনওভাবে শিশুদের ব্যবহার করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এবারের লোকসভা নির্বাচনের জন্য মোট ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। এবারের নির্বাচনে মোট ২২টি রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। ২ দফায় ভোট হবে ৪ রাজ্যে, কর্নাটক, ত্রিপুরা, মণিপুর ও রাজস্থানে। এছাড়া ৩ দফায় ভোট হবে অসম ও ছত্তীসগঢ়ে। মোট ৪ দফায় ভোট ওড়িশা, মধ্য প্রদেশ ও ঝাড়খণ্ডে। ৫ দফায় ভোট মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীরে। ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও বিহারে।