Eid Ul Fitr: রমজানে বড় সুখবর প্রবাসী ভারতীয়দের! ইদে টানা ৯ দিন ছুটি উপভোগের সুযোগ
এই সময় | ২১ মার্চ ২০২৪
চলছে পবিত্র রমজান মাস। সাজো সাজো রব সংযুক্ত আরব আমিরশাহিতে। পবিত্র ইদ উল ফিতর উদযাপনে আর বেশি দেরি নেই। ইদের আগে সুখবর আরবে বসবাসরত ভারতীয়দের জন্য। কারণ চলতি বছর ইদে বেশ লম্বা ছুটি উপভোগ করার দুর্দান্ত সুযোগ রয়েছে সেদেশে। আর লম্বা ছুটি মানেই দেশে ফেরার সুযোগ। মাটির টানে, অনেক দিন পর আবার পরিবারের সঙ্গে 'কোয়ালিটি টাইম স্পেন্ড'-এর দারুণ সুযোগ। অনেকেই একটা লম্বা ছুটির অপেক্ষায় দিন গোনেন। চাতকের মতো চেয়ে বসে থাকেন ছুটির অপেক্ষায়। এবার সেই সুযোগ কিন্তু মিলতে পারে।এবার UAE-তে কর্মরত ভারতীয়রা দেশে আসার সুযোগ পেতে পারেন। টাইম আউট দুবাই অনুসারে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইব্রাহিম আল জারওয়ান সংযুক্ত আরব আমিরাতে ইদ উল ফিতরের তারিখের পূর্বাভাস দিয়েছেন।
আল জারওয়ান বলেছেন যে ইদ বা শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল হতে পারে। এর আগে বলা হয়েছিল ইদ ৯ এপ্রিল হতে পারে। মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে ইদ। ইব্রাহিমের মতে, ৮ এপ্রিল চাঁদ দেখতে অসুবিধা হতে পারে, তাই এবার রমজান মাস ৯ এপ্রিল শেষ হবে। আল জারওয়ান জানিয়েছেন, এবার ইদ উল ফিতর এবং শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে অর্থাৎ ১০ এপ্রিল বুধবার। তা যদি হয় তাহলে লম্বা ছুটি মিলবে সংযুক্ত আরব আমিরশাহিতে।
ছুটি কখন শেষ হবে?
সংযুক্ত আরব আমিরশাহিতে ইদের ছুটি শুরু হয় রমজান মাসের ২৯ তারিখ থেকে। এমতাবস্থায়, এবার সংযুক্ত আরব আমিরাতে ছুটি শুরু হতে পারে ৮ এপ্রিল থেকে এবং চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ৫ দিন সরকারি ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি পাওয়ার সুযোগ রয়েছে। কারণ সরকারি ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি পড়েছে।
ভারতীয়রা বাড়িতে আসার পরিকল্পনা করতে পারেন
৬ এপ্রিল শনিবার পড়েছে, হিসাব মতো কারণে ৬ এবং ৭ এপ্রিল, শনি-রবিবার সাপ্তাহিক ছুটি। এরপর ৮ এপ্রিল থেকে সরকারি ছুটি শুরু হবে এবং ১২ তারিখ পর্যন্ত চলবে। এরপর, ১৩ (শনি) এবং ১৪ এপ্রিল (রবি) ফের সাপ্তাহিক ছুটি। এবার সংযুক্ত আরব আমির শাহিতে ইদের ছুটি হতে পারে নয় দিনে। সেই হিসেবে দেখতে নয় দিনের এই ছুটিতে দিব্যি কাজে লাগাতে পারেন UAE-তে কর্মরত ভারতীয়রা। এই তালে একবার ঘুরে যেতেই পারেন বাড়ি থেকে। পরিবারের মানুষগুলোর সঙ্গে নয় দিনের লম্বা ছুটি উপভোগ করার সুবর্ণসুযোগ রয়েছে প্রবাসী ভারতীয়দের কাছে।