• পুতিনকে ফোন নমোর, শুধুই অভিনন্দন? রুশ-ভারত স্ট্র্যাটেজি নিয়ে তুঙ্গে জল্পনা
    এই সময় | ২১ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তত্পর হচ্ছে রাজনৈতিক দলগুলি। রোজই কোনও না কোনও চমক থাকছে আম আদমিদের জন্য। এবার সেই চমকের তলিকায় নতুন সংযোজন। একটানা জয়ের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন নরেন্দ্র মোদী। সোমবার রশিয়ার নির্বাচনের ফল বেরনোর পরই এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছিলেন নমো। বুধবার সরাসরি ফোন করে মোদী কথা বললেন পুতিনের সঙ্গে। শুধু পুতিনই নয়, এদিন মোদী ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও।সম্প্রতি রাশিয়ার নির্বাচনে বিধ্বংসী পুতিন ঝড়ে এলোমেলো হয়ে গেছে বিরোধীরা। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে একটানা জিতে তক লাগিয়ে দিয়েছেন পুতিন। তিনি যদি তাঁর মেয়াদ যদি সম্পূর্ণ করেন তাহলে বহু দশক পর ক্যাথরিন দ্যা গ্রেটের পর ভ্লাদিমির পুতিনই হবেন দীর্ঘমেয়াদী রাশিয়ান প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ভারতের লোকসভা নির্বাচনের ঠিক আগেই নরেন্দ্র মোদীর পুতিনকে ফোন যথেষ্টই তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধুমাত্র নির্বাচনে জয়ই নয়, চলতি বছরেই আরও একবার ফোনে পুতিনের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। ২০২৪ এর ব্রিকস গোষ্ঠীর সভাপতিত্ব করার জন্য পুতিনকে অভিনন্দন জানান মোদী।

    ২০২৪ এর অক্টোবর মাসে রশিয়ার কাজানে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। তাই এবছরের শুরুতেই এই আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতিত্ব করার দায়িত্ব পায় রাশিয়া। সেই কারণেই পুতনকে ফোন করে অভিনন্দন জানান মোদী। তবে ব্রিকস সম্মেলনই শুধু নয়, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক সমস্যা নিয়েও আলোচনা হয় মোদী-পুতিনের। আলোচনার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিক্রিয়াও দেন। প্রধানমন্ত্রীর কর্যালয় থেকে জানানো হয় যে, মোদী-পুতিনের মধ্যে দ্বিপক্ষিক কৌশলগত অংশীদরিত্বে আরো জোর দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। এরজন্য একটি রোডম্যাপ তৈরির জন্য সম্মতিও জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদমর পুতিন। ২০২৪ সলের ব্রিকস সম্মেলনে সভাপতিত্বের জন্য রাশিয়াকে পূর্ণ সমর্থনেরও আশ্বাস দিয়েছেন মোদী। চলতি বছরের ব্রিকস গোষ্ঠীতে যুক্ত হয়েছে ৫টি নতুন দেশ। মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত, আরব আমিরশাহি এবং সৌদি আরব। এবছর এই পাঁচটি দেশ নতুন পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। আগে এই ব্রিকস গোষ্ঠীর পূর্ণ সদস্য ছিল ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন এবং দক্ষিণ আফ্রিকা। নতুন পাঁচটি দেশ যুক্ত হওয়ার কারণে এবছরের ব্রিকস শীর্ষ সম্মেলন এই গোষ্ঠীর সবচেয়ে বড় শীর্ষ সম্মেলন হতে চলেছে। এই গোষ্ঠীতে যুক্ত হওয়ার কথা ছিল আর্জেন্টিনারও।
  • Link to this news (এই সময়)