Lok Sabha Election 2024: ১২০-তেও নট আউট! দেশের প্রথম লোকসভা থেকে ভোট দান ১০৪৯ ভোটারের
এই সময় | ২১ মার্চ ২০২৪
এজ ই জাস্ট আ নম্বর! তাঁরা জ্বলন্ত প্রমাণ। তাঁরা ১০০ বছরের বেশি সময়ের দেশের হাজারও উত্থান পতনের জ্বলন্ত সাক্ষী। দেখেছেন একাধিক রাজনৈতিক দলের চড়াই উতরাইয়ের কাহিনি। চিঠি থেকে টেলিফোন, ইন্টারনেট থেকেই এআই চোখের সামনে এসব কিছুর মাথাচাড়া দিয়ে ওঠাকে প্রত্যক্ষ করেছেন সামনে থেকে। তাঁরা শতায়ু ভোটার। লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট। নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী দেশে ৯৭ কোটি ভোটার। শতায়ু ভোটারের সংখ্যাও কম নয়। প্রয়াগরাজে ৪৬ লাখ ভোটারের মধ্য়ে ১,০৪৯ জন 'সুপার সিনিয়র' ভোটার। যাঁদের মধ্য়ে অনেকেই ব্রিটিশ জমানায় সক্রিয় ছিলেন। সাক্ষী দেশের দেশের হাজারও রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫২ সাল থেকে ভোট দিয়ে আসছেন তাঁরা। এই ভোটারদের বয়স বর্তমানে ১০০ থেকে ১২০ বছর।জেলা নির্বাচন আধিকারিকদের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এমন ৪১৪ জন পুরুষ ও ৪৪০ জন মহিলা ভোটার রয়েছে যাঁদের বয়স ১০০ থেকে ১০৯ বছরের মধ্য়ে। ভোটার তালিকা অনুযায়ী তিনজন পুরুষ ও ১০ জন মহিলা ভোটার রয়েছেন যাঁদের বয়স ১১০ বছর ও ১১৯ বছর। ১২০ বছর বয়সী ভোটারের কথা বললে উল্লেখ করতেই হয় ৪৪ জন পুরুষ ও ৩৮ জন মহিলা ভোটারের কথা। এবারও প্রয়াগরাজের ভোটার তালিকায় তাঁদের নাম জ্বলজ্বল করছে।
প্রয়াগরাজের আপডেটেড ভোটার তালিকা অনুযায়ী সেখানে মোট ভোটার রয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৫১৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্য়া ২৫ লাখ ২৭ হাজার ৬৭৭ ও মহিলা ভোটারের সংখ্য়া ২১ লাখ ৩৬ হাজার ২২৪। তৃতীয় লিঙ্গের ভোটার ৬১৯। ফুলপুর লোকসভা আসনে ভোটার রয়েছে ২০ লাখ ৪৭ হাজার ১০৮। এলাহাবাদে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭ হাজার ৮৮৬।
প্রয়াগরাজের হনুমানগঞ্জ তেহশিলের কানপুর গ্রামের ১০৩ বছর বয়সী দম্পতি হলেন- ভগবতী প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী কলাবতী। ১৯৫২ সাল থেকে টানা ভোটাধিকার প্রয়োগ করছেন তাঁরা। আগামী ২৫ মে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কারণ ওই দিন ফুলপুর লোকসভা আসনে ভোট রয়েছে। অন্য়দিকে, প্রয়াগরাজের চকমরাপত্তির বাসিন্দা ১০৪ বছর বয়সী গুলাবিয়া দেবীও এবার ভোট দেবেন। এই বয়সেও দেশের রাজনীতির খুঁটিনাটি খবরে চোখ রাখেন গুলাবিয়া দেবী। রাজনৈতিক দলের কর্মকাণ্ড জানতে চোখ রাখেন টিভি-সংবাদপত্রে। অন্য়দিকে, তালিরগঞ্জের ৯৭ বছর বয়সী লক্ষ্মীকান্ত দিক্ষীত অপেক্ষা করছেন ভোট দানের।
কমিশনের মতে, এই ধরনের ভোটাররা শুধুমাত্র যে সকলকে ভোটদানের প্রতি বছর পরোক্ষভাবে উৎসাহ প্রদান করে চলেছেন তাই নয় সঙ্গে সঙ্গে ভোটাধিকার প্রয়োগে জনগণকে অংশ নেওয়ার প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেছেন। তবে ৮০ ঊর্ধব ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্য়বস্থা করেছে নির্বাচন কমিশন। চাইলে তাঁরা বাড়ি থেকেও ভোটদান করতে পারবেন।