Prashant Kishor Lok Sabha Election: আবকি বার 'কিসকা সরকার'? লোকসভা নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী কি আদৌ মিলবে?
এই সময় | ২১ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করার লক্ষ্য নরেন্দ্র মোদীর। বিরোধীরাও তৈরি হচ্ছে কোমর বেঁধে। দ্বন্দ্ব মিটিয়ে কয়েকটি রাজ্যে চূড়ান্ত হয়েছে আসন রফা। কংগ্রেস-সমাজবাদী-আপ আসন রফার পথে হেঁটেছে। এবার নির্বাচনে শেষ হাসি কে হাসে তা জানা যাবে ৪ জুন ফল প্রকাশের পর। 'ফির একবার মোদী সরকার' নাকি শেষ পর্যায়ে দাবার চাল উল্টে যাবে সব সমীকরণ সেই আলোচনাই মানুষের মুখে মুখে। দেখে নেওয়া যাক কী মত ভোট কুশলী প্রাশন্ত কিশোরের?এর আগে পিকের 'প্রেডিকশন' মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। ২০২১-এর বঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে আগের কাহিনি মনে আছে নিশ্চয়? ফলাফলের আগে অনেক লম্পঝম্প করেছিল গেরুয়া শিবির। তবে পিকে আগেই বলেছিলেন বিধানসভা ভোটে শিকেয় ছিঁড়বে না বিজেপির। বিপুল ভোটে জয়ী হবে তৃণমূলই। ভোটের ফল প্রকাশের পর তাঁর সেই কথা মিলে যায় অক্ষরে অক্ষরে।
২০২৪-এ কার জয়ের সম্ভাবনা? কী মত পিকের?
উত্তরের একাধিক রাজ্যে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী অনেকাংশে সত্যি হয়েছে। অতএব, নতুন করে বলার অপেক্ষা রাখে না তাঁর ভবিষ্য়দ্বাণীকে যথেষ্ট মান্যতা দেয় রাজনৈতিক দলগুলি। তাঁর মতে, লোকসভার লড়াইয়ে পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ুতে প্রত্যাশার চেয়েও শক্তিশালী পারফরম্যান্স দেখাবে ভারতীয় জনতা পার্টি। দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যে ক্ষমতাসীন দলগুলোর আসন বাড়বে। কিন্তু তারপরও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষিণ ভারত জয়ের স্বপ্ন অধরাই রয়ে যাবে বলে মত পিকের। এদিকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, লোকসভা নির্বাচনে এনডিএ-কে ৪০০ আসন জয়ের টার্গেট দিয়েছে। পাশাপাশি বিজেপির দাবি, এবার বিজেপি একাই ৩৭০টি আসনে জয়লাভ করবে। তবে পিকের মত,৩৭০ আসন জয়ের টার্গেট অ্যাচিভমেন্টের রাস্তা সহজ হবে না বিজেপির জন্য।
পশ্চিমবঙ্গের হিসেব কত?
বঙ্গের আসন নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন পিকে। তাঁর মতে, বঙ্গে তৃণমূলের চেয়ে ভালো ফল করবে বিজেপি। তাঁর মতে, 'বাংলার বিজেপির ফল হবে নজরকাড়া।'
Narendra Modi In Kerala: বিজেপির মিশন সাউথ, পালাক্কড়ে প্রধানমন্ত্রী
মোদীর জনপ্রিয়তার সুবিধা
প্রশান্ত কিশোরের মতে, আসন্ন নির্বাচনে দক্ষিণ ও উত্তর-পূর্ব রাজ্যে বিজেপির আসন বাড়বে। তাঁর মতে, যে এলাকায় কংগ্রেসের হয়ে রাহুল গান্ধী জিতেছিলেন, সেই এলাকায়ই পদ্ম ফোটাতে চলেছে বিজেপি। কিশোর বলেন, 'এটা মোদীর জনপ্রিয়তার ফল। বিরোধীদের সমন্বয়ের অভাব, ঐক্যের অভাব এবং ভুল সিদ্ধান্ত মোদীর জেতার রাস্তাকে প্রশস্ত করবে।' তাঁর সংযোজন, আমি কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না, তবে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো করবে বলে মনে হয়।'
কোথায় কত আসন পেতে পারে বিজেপি? কী বলছেন পিকে?
প্রশান্ত কিশোরের মতে, বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালায় বিজেপির আসন বাড়বে।