Congress: বাংলার কোন কোন আসনে লড়াইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসের? ঘোষণা অধীরের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
Lok Sabha Election 2024:
কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট নিয়ে ইতিমধ্যেই টিপ্পনি কেটেছে বাম শরিকদ নেতারা। শরিকরা কেউ-ই নিজেদের আসন ছাড়তে চায়নি। যা নিয়ে এ দিন উষ্মা গোপন করেননি অধীর চৌধুরী। বলেছেন, ‘আমরা আলিপুরদুয়ার চেয়েছিলাম বামেদের কাছে। ওরা দেবে বলেছিল প্রথমে। তার পর শুনলাম আরএসপি বলে কোন পার্টি আছে তাদের দিয়ে দিয়েছে।’