Abhishek Banerjee challenged CBI On Sandeshkhali Case:
এদিন বসিরহাটে দাঁড়িয়ে বিজেকে ডায়মন্ড হারবারে জয়ের পার্থক্য নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। তিনি বলেন, ‘এবার ডায়মন্ড হারবারে বিজেপিকে ৪ লক্ষ ভোটের ব্যবধানে হারাব। এখানেও ৪ লক্ষ ব্যবধানে হারবে বিজেপি। বিজেপির প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। ওদের গঙ্গার জলে ভাসিয়ে দিল্লিতে গ্যারেজ করে পাঠাবো।’