• IPL 2024: IPL নিলামে দল পাননি, এবার ভোজপুরিতেই ম্যাচের কমেন্ট্রি করবেন টিম ইন্ডিয়ার তারকা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
  • IPL 2024 commentary:

    এই ব্যাপারে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল বলেছেন, ‘আমরা সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রাখছি। আমরা অন্য কোথাও যাচ্ছি না। আমরা আশাবাদী, আইপিএলের দ্বিতীয় পর্যায়ও ভারতেই হবে।’ অতীতে বারবার দেখা গিয়েছে, লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের আয়োজন ভিনদেশে করতে হয়েছে। এর আগে নির্বাচনের জন্য ২০০৯ সালের আইপিএল দক্ষিণ আফ্রিকায় করাতে হয়েছিল। ২০১৪ সালের আইপিএল করাতে হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০১৯ সালে অবশ্য লোকসভা নির্বাচন সত্ত্বেও ভারতেই আইপিএলের আয়োজন করা হয়েছিল। এবারও তেমনটা করা সম্ভব হবে বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)