IPL 2024: KKR-এর ওপর চটে লাল রাসেল! ভিডিও দেখানো নিয়ে তুঙ্গে তরজা, IPL শুরুর আগেই অশান্তি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
KKR Andre Russel and Manish Pandey:
যদিও অনেকে আবার বলছেন যে, বিপক্ষের বুকে কাঁপুনি ধরানোর জন্যই কেকেআরের এই ভিডিও প্রকাশ। এই ভিডিওয় পাণ্ডে যেভাবে ছয় মেরেছেন, তা ম্যাচে করে দেখালে বিপক্ষ শিবিরে যে আতঙ্ক তৈরি হবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে, কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে বোলারের মাথার ওপর দিয়ে এই বিরাট আকারের ছয় হাঁকানো চাট্টিখানি কথা নয়। সে যাই হোক, সমর্থক থেকে ফ্র্যাঞ্চাইজি কর্তারা, সবাই এখন কত তাড়াতাড়ি রাসেলের ক্ষোভের পারদ নামে, সেটাই দেখার অপেক্ষায়।