সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে সম্প্রতি করা নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে সাফাই দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার বলেছে যে ৮ যোগ্য প্রার্থী যাদের নাম নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিবেচনা করা হয়েছিল। তাদের বিষয়ে যাবতীয় তথ্য ১৩ মার্চ বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরীকে দেওয়া হয়েছিল। এই ৮ জনের মধ্যে থেকে দুজনইকে নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত করা হয়। তাই বৈঠকের আগে নিয়োগ কমিটির সদস্যদের সঙ্গে সবার নাম শেয়ার করা হয়নি বলে আবেদনকারীদের যুক্তি ভুল।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। এই আবেদনে সিইসি আইন, ২০২৩-এর বিধান চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি ৭ ও ৮ ধারায় সিইসি-ইসি নিয়োগ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।