• 123 feet longest dosa: ১২৩ ফুটের দোসা, চমকে যাওয়ার মত কৃতিত্ব, নজির গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
  • বিশ্বের সব থেকে লম্বা দোসা! আর তাতেই বাজিমাত। ১২৩ ফুটের দোসা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে চমকে দিয়েছেন। সম্প্রতি কয়েকজন শেফ মিলে ১২৩ ফুট লম্বা দোসা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন। ৭৫ জন শেফ যৌথ ভাবে এই কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে ১১০ বার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি তারা।

    এই ১২৩ ফুটের দোসাটি এখনও পর্যন্ত তৈরি সবচেয়ে বড় দোসার খেতাব জিতেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট থেকে রেজি ম্যাথিউ নামে একজন শেফ শেয়ার করেছেন। ভিডিওতে তাকে বিশ্বের সবচেয়ে বড় ডোসা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তিন দিন আগে শেয়ার করা এই ভিডিওটি ১ হাজারের বেশি মানুষ লাইক করেছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)