Hardik-Rohit: হার্দিককে নেতা করাই মাস্টারস্ট্রোক! এই ৫ কারণেই এবার চ্যাম্পিয়ন হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স, মিলিয়ে নিন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
IPL, Mumbai Indians, Hardik Pandya, Rohit Sharma:
আসন্ন সিজন হার্দিকের জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে। মাঠে, মাঠেড বাইরে যে সিদ্ধান্তই তিনি নিন, তা কঠোর আতসকাঁচে ফেলে পরীক্ষা নিরীক্ষা করা হবে। নিজের পারফরম্যান্স দিয়েই হার্দিককে সমর্থকদের মন জয় করতে হবে। সেই কাজে সফল হবেন হার্দিক? সময়ই উত্তর দেবে।