খোদ বিল গেটস এসে তাঁর হাতের তৈরি চা খেয়েছেন, ছবি তুলে কাটিয়েছেন বেশ কিছু সময়। এর পর সোশ্যাল মিডিয়ায় লাফিয়ে বাড়ছে ডলি চাওয়ালার ক্রেজ। এখন ডলি রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছেন। স্রেফ তাঁর সঙ্গে একটা ছবি তুলতে বিদেশ থেকে সুন্দরী মেয়েরাও ছুটে আসছে।
টাপরি_নাগপুর হ্যান্ডেল দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। খবরটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৪৬ হাজারেরও বেশি ইউজার পছন্দ করেছেন।