• Bengaluru metro: মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ, সাসপেণ্ড নিরাপত্তা কর্মী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
  • মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ। কুরুচিকর অঙ্গভঙ্গীর গুরুতর অভিযোগ মেট্রোরই এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও করে তা ইমেলের মারফতে মেট্রো কর্তৃপক্ষকে জানান ওই মহিলা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানান ওই মহিলা যাত্রী। এরপরই অ্যাকশনে নামে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। ইতিমধ্যে ওই নিরাপত্তা কর্মীকে সাসপেণ্ড করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

    এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। বিএমআরসিএল জানিয়েছে যে ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থে অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতেই ওই নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ। মঙ্গলবার মহিলা ঘটনাটি সম্পর্কে পুলিশকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)