• PM Modi speaks to Putin: পঞ্চমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পুতিনকে শুভেচ্ছা মোদীর, ইউক্রেন সংকটে কী দাওয়াই?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
  • পঞ্চমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। ফোনে পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পঞ্চমবারের মতো রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত ও রাশিয়ার মধ্যে কূটনীতি এবং কৌশলগত অংশীদারিত্বের মতো বিষয় নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

    এসবের মধ্যেই ভারতে আসছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবাও। চলতি মাসের শেষের দিকে তিনি ভারতে আসতে পারেন। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ইউক্রেনের বিদেশমন্ত্রী ভারত সফর করবেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)