• বিরাটের টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে বোর্ডকে কী বার্তা দিলেন প্রাক্তন নির্বাচক প্রধান'...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির জায়গা এখনও অনিশ্চিত। যদিও রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে বিরাটকে প্রয়োজন। তবে তাতে নির্বাচকদের মনোভাব খুব একটা বদলায়নি। কিন্তু কোহলি আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্স করতে পারলে নিঃসন্দেহে চিন্তা-ভাবনায় বদল ঘটবে। তবে বোর্ডের প্রাক্তন নির্বাচক প্রধান জানিয়ে দিলেন, বিরাটকে বাদ দিয়ে বিশ্বকাপের দল গড়া কোনওভাবেই উচিত না। এমএসকে প্রসাদ মনে করেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে কোহলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আইপিএলেও আরসিবির প্রাক্তন অধিনায়কের ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী। এমএসকে প্রসাদ বলেন, "টি-২০ বিশ্বকাপে কোহলি গুরুত্বপূর্ণ প্লেয়ার। নির্বাচকরা আইপিএলের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। নিজের মানের প্রমাণ আইপিএলে দিতে হবে না বিরাটকে। ফর্মের জন্য কোনওদিন দল থেকে বাদ পড়েনি। পারিবারিক কারণে কিছু ম্যাচ খেলতে পারেনি। দীর্ঘ সময় ধরে ও ফর্মে আছে। আইপিএলেও ও রান পাবে।" প্রাক্তন নির্বাচক প্রধানের এই বার্তা বোর্ডের বর্তমান নির্বাচক মণ্ডলী কতটা মানবে সেটা সময়ই বলবে। তবে অধিকাংশ ক্রিকেট পণ্ডিত মনে করেন, ভারতের টি-২০ বিশ্বকাপের দলে বিরাট কোহলিকে নেওয়া বাধ্যতামূলক। এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। সেখানে কোহলির অভিজ্ঞতা কাজে লাগবে। শুধুমাত্র তরুণদের নিয়ে বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে যাওয়া মূর্খামি হবে। 
  • Link to this news (আজকাল)