• ত্রিপুরায় বিরোধী দলনেতার দায়িত্ব নিলেন জিতেন চৌধুরি
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • সমীর ধর, আগরতলা: ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্বভার নিলেন সিপিএমের পরিষদীয় নেতা জিতেন চৌধুরি। বুধবার বিধানসভা ভবনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জিতেনবাবুর হাতে বিরোধী দলনেতার নিযুক্তিপত্র তুলে দেন। তিনি জানান, তিপ্রা মথা সরকারে যোগ দেওয়ায় ওই দলের নেতা অনিমেষ দেববর্মা বিরোধী নেতার পদ থেকে ইস্তফা দিয়ে মন্ত্রী হয়েছেন। ৬০ সদস্যের বিধানসভায় এখন সদস্যসংখ্যা ৫৯। সিপিএমের সদস্য ১০ জন। সংসদীয় নিয়মেই তাদের নেতা বিরোধী দলনেতা হলেন। জিতেন চৌধুরি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভোট শেয়ারের হিসেবেও প্র্যাকটিক্যালি এত দিন আমিই বিরোধী দলনেতা ছিলাম। টেকনিক্যালি ছিলেন অন্য জন। ভূমিকাও পালন করেছি। সংবিধান অনুযায়ী বিরোধী নেতা মানে সরকারের বিরুদ্ধে নন। তিনি শাসনব্যবস্থারই অংশ। তিনি বলেন,  সরকারের ভালো কাজ সমর্থন করব,  ভুল ও দুর্বলতা ধরিয়ে দেব, খারাপ কাজের বিরুদ্ধে সোচ্চার হব। 
  • Link to this news (আজকাল)