• মেট্রোয় গন্তব্য হাওড়া! কোন স্টেশন থেকে ভাড়া কত'
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মেট্রো সিটি, স্বাভাবিক ভাবেই এই পরিষেবার কারণে শহরের মানুষের সময় বাঁচে অনেকটাই। গন্তব্যে পৌঁছতে খামোখা ভিড়, জ্যামে পড়তে হয় না। এবার সেই সুযোগ বেড়েছে আরও কিছুটা। বহু মানুষের গন্তব্যস্থল হাওড়া স্টেশন জুড়েছে মেট্রো লাইনে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন, মাটির তলা দিয়ে দক্ষিণেশ্বর কিম্বা কবি সুভাষ থেকে হাওড়া পৌঁছতে ভাড়া লাগবে কত? এবার সেই তালিকাই প্রকাশ করল মেট্রো রেল।কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর, বরানগর, নওয়াপাড়া থেকে হাওড়া যেতে ভাড়া লাগবে ৩০ টাকা।দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার থেকে হাওড়া যেতে লাগবে২৫ টাকা ভাড়া। শোভাবাজার, গিরিশপার্ক, মহাত্মা গান্ধী রোড থেকে হাওড়া যেতে লাগবে ২০ টাকা।সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট, ময়দান থেকে হাওড়া যেতে ভাড়া লাগবে ১৫ টাকা।রবীন্দ্র সদনে, নেতাজি ভবন, যতীন দাস পার্ক থেকে হাওড়ার ভাড়া ২০টাকা।কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার থেকে হাওড়া যেতে ভাড়া ২৫ টাকা। মাস্টার দা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ থেকে হাওড়া যেতে ভাড়া লাগবে ৩০ টাকা।সত্যজিৎ রায় থেকে হাওড়ার ভাড়া ৩৫।জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে হাওড়া মেট্রোর ভাড়া ৪০ টাকাহেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া মেট্রোর ভাড়া ৫০ টাকা।
  • Link to this news (আজকাল)