জানলা ভেঙে ক্যাশ বাক্সে রাখা ২০ লক্ষ টাকা চুরি ব্যবসায়ীর
এই সময় | ২১ মার্চ ২০২৪
এই সময়, আসানসোল: সারাদিনের ব্যবসার টাকা পরের দিন জমা দেন ব্যাঙ্কে। এমন প্রায় ২০ লক্ষ টাকা দোকানের ক্যাশ বাক্সেই রেখেছিলেন রানিগঞ্জের এক ভোজ্য তেলের ব্যবসায়ী উমেশ কাজোরিয়া। উদ্দেশ্য ছিল বুধবার সকালে ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দেওয়ার। কিন্তু মঙ্গলবার রাতে পুরো টাকাটাই চুরি করে নিল দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার ইনস্পেক্টর ইনচার্জ বিকাশ দত্ত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ব্যবসায়ীর অভিযোগ, সম্ভবত বাড়ির ছাদ থেকে নীচে নেমে জানলার একটি অংশের গ্রিল ও কাচ ভেঙে দোকান সংলগ্ন অফিসের ভিতরে ঢুকে এই দুষ্কর্ম ঘটিয়েছে দুষ্কৃতীরা। তবে জানলার উপরের যে অংশ ভাঙা হয়েছে তা অত্যন্ত ছোট আকারের।
ফলে কোনও ছোট ছেলে বা অত্যন্ত রোগা চেহারার কেউ সেখান দিয়ে ঢুকেছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রানিগঞ্জ চেম্বার অফ কমার্স অবিলম্বে এই ঘটনার কিনারা করে টাকা উদ্ধার এবং দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সমগ্র ওই এলাকা সিসি ক্যামেরায় মোড়া থাকলেও ব্যবসায়ী উমেশ কাজোরিয়ার বাড়ির সিসি ক্যামেরা কয়েকদিন ধরে অচল ছিল বলে জানা গিয়েছে। উমেশের বক্তব্য, ‘কয়েকদিনের মধ্যেই সেগুলি সারিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সময়ের অভাবে তা হচ্ছিল না। তার মধ্যেই এই অঘটন ঘটল।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিনের ব্যবসার টাকা ক্যাশ বাক্সে রেখে পরের দিন সকালে ব্যাঙ্কে গিয়ে জমা দেন সেই কারণেই এতগুলি টাকা ওখানে ছিল।’ পুলিশ আধিকারিকরা জানান, তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন।