• সিপিএমকে ভোটের অর্থ তৃণমূলকেই শক্তিশালী করা: শুভেন্দু, পাল্টা আক্রমণ সিপিএমের ...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বামেদের আক্রমণ শুভেন্দু অধিকারীর। তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে একই আসনে বসিয়ে রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, "সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা।" সেইসঙ্গে অতীতে তৃণমূলের হয়ে কাজ করা নিয়ে তাঁর "স্বীকারোক্তি" মুর্শিদাবাদের জলঙ্গি, ডোমকলে তৃণমূল ছিল না। তিনি সেদিন যা করেছিলেন ভুল করেছিলেন। এর আগে তৃণমূলের সঙ্গে বিজেপির "সেটিং" অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছে বামেরা। বুধবার শুভেন্দু যেভাবে বাম ও তৃণমূলকে একই পংক্তিতে বসিয়ে আক্রমণ হানলেন তাতে মনে হতেই পারে তিনি পাল্টা বাম-তৃণমূলের মধ্যে সেটিংয়ের তত্ব তুলেছেন। পাশাপাশি বলেন, কেরালা থেকে উঠে যাওয়ার সঙ্গে সিপিএম পশ্চিমবঙ্গের বিধানসভাতেও নেই। একমাত্র কেরলেই টিমটিম করে জ্বলছে। এদিনের সভা থেকে শুভেন্দু দাবি করেন, আবার উদ্বাস্তু না হতে চাইলে নরেন্দ্র মোদিকেই দরকার। শুভেন্দুকে পাল্টা আক্রমণে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "শুভেন্দু তৃণমূলে ছিলেন এখন বিজেপির ঘর করছেন। মানুষকে বোকা বানানোর জন্য হয় তৃণমূল নয় বিজেপির যে ধারণা তৃণমূল এবং বিজেপি এরাজ্যে করেছে সেটা গত পঞ্চায়েত নির্বাচনের পর ভেঙে টুকরো হয়ে গেছে। তার ফলে শুভেন্দু অধিকারী ভীত। লাল ঝান্ডার উত্থান ও বামপন্থার পক্ষে মানুষের অংশগ্রহণ এমনকী শুভেন্দুর নিজের জেলাতেই দলে দলে মানুষ বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দিচ্ছেন। এই খবর প্রত্যেকদিন পেতে পেতে তাঁর মাথা কাজ করছে না। সেইজন্য এই সমস্ত ভুলভাল বক্তব্য তিনি করেছেন।"
  • Link to this news (আজকাল)