• বৃহস্পতিতেও দিনভর বৃষ্টি, দুর্যোগ কমবে কবে? নয়া আপডেট হাওয়া অফিসের
    এই সময় | ২১ মার্চ ২০২৪
  • বুধবার থেকে মেঘলা আকাশ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। ভারী বৃষ্টি হতে পারে শনিবার। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    বৃহস্পতিবার কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রাতের দিকে বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা কমতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া।তবে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।বজ্রবিদ্যুৎ সহ দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে।এদিন হালকা ঝোড়া হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গে মেঘলা থাকবে আকাশ। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবারও বৃষ্টি হবে একাধিক জেলায়। হালকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে উপরের জেলাগুলিতে। শনিবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    একনজরে দেশের আবহাওয়া

    পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। শনিবার অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও হতে পারে তুষারপাত। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।
  • Link to this news (এই সময়)