Indian Student Kidnapped : ভারতীয় ছাত্র কিডন্যাপ ইউএসে! র্যানসম কলও
এই সময় | ২১ মার্চ ২০২৪
ওয়াশিংটন: আমেরিকায় ফের ‘নিখোঁজ’ ভারতীয় ছাত্র। নাকি, কিডন্যাপড? জল্পনা ছড়াল। কারণ, ওই ছাত্রের পরিবারের দাবি, ইতিমধ্যেই অচেনা নম্বর থেকে তাঁদের কাছে ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছে। বলা হয়েছে, হায়দরাবাদ থেকে আমেরিকায় মাস্টার্স করতে যাওয়া বছর পঁচিশের ছাত্র আব্দুল মহম্মদকে কিডন্যাপ করেছে আমেরিকান ড্রাগ ডিলাররা। টাকা না-দিলে এমনকী পণবন্দি ছাত্রের কিডনি বেচে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিদেশমন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছে হায়দরাবাদের ওই পরিবার। ছেলেকে খুঁজে পেতে শিকাগোর ইন্ডিয়ান কাউন্সিলের কাছেও চিঠি লিখেছেন তাঁরা।ওহায়োর ক্লিভল্যান্ড ইউনিভার্সিটিতে ইনফরমেশন টেকনোলজি নিয়ে মাস্টার্স করতে গত বছরের মে মাসে ইউএস পাড়ি দেন আব্দুল। ‘নিখোঁজ’ ছাত্রের পরিবারের দাবি, ৭ মার্চ থেকে ছেলের সঙ্গে তাঁদের একবারও কথা হয়নি। চাপা উদ্বেগের মধ্যেই গত সপ্তাহে আব্দুলের বাবা মহম্মদ সালিমের কাছে ওই অচেনা নম্বরের ফোনটি আসে। হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের ফোন। কিন্তু কীভাবে টাকা পাঠাতে হবে তা জানানো হয়নি বলে দাবি আব্দুলের বাবার। সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তে নেমেছে ক্লিভল্যান্ড পুলিশ। নিখোঁজ ভারতীয় ছাত্রের সন্ধান পেতে আসরে নেমেছে ভারতীয় বিদেশ মন্ত্রকও। কোনও ভাবে কিডন্যাপিং-এর গল্পটা সাজানো নয় তো? সে দিকটাও খতিয়ে দেখছে আমেরিকার পুলিশ।
তবে হায়দরাবাদের বাড়িতে উদ্বেগ বেড়েই চলেছে। বিদেশের মাটিতে একের পর এর ভারতীয় ছাত্রের মৃত্যু কিংবা নিখোঁজ হওয়ার ঘটনার জেরে টেনশনে ভারতীয় বিদেশ মন্ত্রকও। দিন কয়েক আগেই পারুচুরি অভিজিৎ নামে এক ভারতীয় ছাত্রের দেহ পাওয়া গিয়েছিল জঙ্গলের মধ্যে গাড়িতে। অভিজিৎকে নিয়ে মাত্র আড়াই মাসে আমেরিকায় ৯ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। আমেরিকায় পড়তে যাওয়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে তাই বারবার প্রশ্ন উঠেছে। আলোচনা হয়েছে সংসদেও। এই আবহে আরও এক ভারতীয় ছাত্রের নিখোঁজ হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে।