• Congress Third Candidate List: বৃহস্পতিতেই 'থার্ড লিস্ট'! বাংলা-সহ কোন কোন রাজ্যে প্রার্থী ঘোষণায় কংগ্রেসের ঝাঁপিতে কী চমক?
    এই সময় | ২১ মার্চ ২০২৪
  • বৃহস্পতিবার কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। মঙ্গলবার কংগ্রেসের একাধিকবার বৈঠক হয়। সেখানে প্রার্থীদের নাম, ইস্তেহার সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) মঙ্গলবার মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থানের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করেছে। আলোচনা হয়েছে বাংলার আসন নিয়েও।রাজস্থান

    সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিটি রাজস্থানের সাতটি আসনের প্রার্থীদের নাম অনুমোদন করেছে। ইতিমধ্যেই রাজস্থানের ১০ জন প্রার্থী ঘোষণা করেছে।

    মহারাষ্ট্র

    মহারাষ্ট্রের ১২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়েছে বলে খবর। সূত্রের খবর, মহারাষ্ট্রের ১৮ থেকে ১৯টি আসন নিয়ে আলোচন হয় বৈঠকে। তার মধ্যে ১২টি আসনে কে প্রার্থী হবেন তা চূড়ান্ত হয়েছে।

    গুজরাট

    গুজরাটে সাত প্রার্থীর অনুমোদন সূত্রের খবর, গুজরাটের জন্যও সাত প্রার্থীকে চূড়ান্ত করেছেন কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

    বাংলা

    তালিকায় বাংলার ১২ জন প্রার্থীর নাম থাকতে পারে। বৈঠকে উপস্থি ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্গা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ শীর্ষ নেতৃত্বরা।

    কী জানিয়েছেন কংগ্রেস নেতারা?

    কংগ্রেসের তরফে সিদ্ধারামাইয়া জানিয়েছেন বৃহস্পতিবার কংগ্রেসের তৃতীয় তালিকা প্রকাশ করা হবে। কংগ্রেস নেতা জয়বর্ধন সিং জানিয়েচেন, বৈঠখে মূলত আলোচনা হয়েছে অরুণাচল, বাংলা ও সিকিম নিয়ে।

    এখনও পর্যন্ত কত প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের?

    এখনও পর্যন্ত দুই প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। মোট ৮২ জনের নাম ঘোষণা হয়েছে এখনও পর্যন্ত। প্রথম তালিকায় ছিল ৩৯ জন প্রার্থীর নাম, দ্বিতীয় তালিকায় ৪৩ জন প্রার্থীর নাম ছিল। কেরালার ওয়ানাড লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী দলের প্রার্থীদের প্রথম তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধীর। তবে এখনও পর্যন্ত বাংলার একটি আসনেও নাম ঘোষণা করেনি কংগ্রেস। নজর বাংলার দিকে, কাকে কোন আসন থেকে প্রার্থী করে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টির। বহরমপুরে মুখোমুখি হতে পারেন কংগ্রেসের অধীর চৌধুরী ও তৃণমূলের ইউসুফ পাঠান। বাংলা থেকে থাকতে মোট ১২ জন প্রার্থীর নাম। সেই তালিকায় কলকাতা থেকে নাম থাকতে পারে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যেরও। আর কাদের নাম থাকতে পারে সেদিকেই এখন নজর।

    কবে কবে লোকসভা ভোট?

    দেশের ১৮ তম লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে ১৯ এপ্রিল থেকে। ভোট হবে মোট সাত দফায়। ১৯ এপ্রিল ছাড়া অন্যান্য দফার ভোট রয়েছে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে ও ১ জুন। ফল প্রকাশ ৪ জুন। লোকসভার ৫৪৩টি কেন্দ্রের প্রায় ৯৭ কোটি নিবন্ধিত ভোটার ১০.৫ লাখ ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
  • Link to this news (এই সময়)