নির্বাচনী বিধি বিরুদ্ধে পোস্টার ব্যানারে কড়া নির্দেশ কমিশনের। এমন পোস্টার দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন বিধি বিরুদ্ধে দেওয়াল লিখনও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যের মুখ্য সচিবকে। এই ব্যাপারে কোনও শিথিলতা চায় না নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতে কড়া মনোভাব কমিশনের।কংগ্রেস সহ একাধিক দলের অভিযোগ, বিভিন্ন জায়গায় নির্বাচন বিধি বিরুদ্ধ রাজনৈতিক বিজ্ঞাপন চোখে পড়ছে। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট করে দিয়েছেন ভুয়ো খবর নিয়ে সতর্ক থাকতে হবে। রাজ্যের নোডাল অফিসারদের হাতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করার ক্ষমতা রয়েছে। ভোটের প্রচারে প্রতিপক্ষকে পিছনে ফেলে জণগনের মন জিতে নেওয়াই চ্যালেঞ্জ প্রত্যেক রাজনৈতিক দলের কাছে। কমবেশি সব দলের নেতা-নেত্রী থেকে প্রার্থী, সকলেই চেষ্টা করেন অন্যের খামতিগুলো তুলে ধরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর। আর সেখানেই অনেকসময় দেখা যায় প্রতিপক্ষকে আক্রমণ মাত্রা ছাড়িয়ে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াকে ব্যাপকহারে ব্যবহার করা হয় ভোট প্রচারে। অনেকক্ষেত্রেই দেখা যায়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল তথ্য প্রচার করা হয় সোশ্যাল মিডিয়া, টিভিতে সম্প্রচারিত হয়েছে। ইন্টারনেটের যুগে যা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সর্বত্র। এই ভুয়ো খবর ছড়ানো রুখতে কড়া কমিশন।
লোকসভা নির্বাচন ২০২৪-এর নির্ঘণ্ট প্রকাশ! জানুন একনজরে
সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ভুয়ো তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিশনার। তিনি জানিয়েছেন, শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশন 'মিথ ভার্সেস রিয়েলিটি' নামক নতুন প্রকল্প চালু করা হবে। এই প্রকল্প আনা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভুয়ো খবর নিয়ে সচেতনতা তৈরি করতেই। পাশাপাশি যারা ভুয়ো খবর ছড়াবে বা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার।
ভুয়ো খবর রুখতে নির্বাচন কমিশন যেমন একদিকে সচেষ্ট তেমনই সাধারণ মানুষকেও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু শেয়ার করার আগে তা যাচাই করার কথাও বলা হয়েছে। রাজীব কুমারের আবেদন, 'সঠিক তথ্য পাওয়ার জন্য শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্রে ভরসা রাখুন। সতর্ক থাকুন ও আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় সততা রাখতে সাহায্য করুন।'