• 'চাকরির ভয় না থাকলে তাবেদারি যাবে না', দিনহাটাকাণ্ডে পুলিশকে নিশানা অর্জুনের
    এই সময় | ২১ মার্চ ২০২৪
  • নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় বনির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রার্থীও ঘোষণা করে দিয়েছে বিভিন্ন দল। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। সেই তালিকা অনুযায়ী ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিকে। কিন্তু এখনও ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণী করেনি বিজেপি। এদিকে ব্যারাকপুরে টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে তিনিই দাঁড়াতে পারেন বলেও রাজনৈতিকমহলে তীব্র জল্পনা। এরই মাঝে এবার কোচবিহারের দিনহাটার ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশকে তীব্র নিশানা করলেন অর্জুন সিং।বুধবার একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং অভিযোগ করেন, 'পুলিশের একটা বড় অংশ যেভাবে আইনকে নিজের হাতে নিয়ে বেআইনি কাজ করছে, তার প্রমাণ কোচবিহারে আর দিনহাটায় দেখেছেন। আইনশৃঙ্খলা কোথায় চলে গিয়েছে, এসডিপিও-র মাথা ফেটেছে। অবিলম্বে এই সমস্ত পুলিশ অফিসারকে সাসপেন্ড করা উচিত। কারণ এদের চাকরির ভয় না থাকলে তাবেদারি যাবে না।'

    প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দিনহাটায় ঢুকতেই কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় নিশীথের নিরাপত্তারক্ষীদের। দুই দলের কর্মীদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহও সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খোদ দিনহাটার এসডিপিও ধীমান মিত্র। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। সেই সময় সংঘর্ষে মাথা ফাটে এসডিপিওর ধীমান মিত্রর।

    ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬ টা থেকে দিনহাটায় ২৪ ঘণ্টার জন্য বনধের ডাক দেয় তৃণমূল। ফলে সকাল থেকেই এলাকার দোকান বাজার হাট বন্ধ দেখা যায়। যদিও বেলার দিকে নিজের ফেসবুক পেজে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বনধ প্রত্যাহারের কথা জানিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'বনধে মানুষের সর্বাত্মক সাড়া মিলেছে, তাই জনজীবনের স্বার্থেই বিকেল ৪টের পর বনধ তুলে নেওয়া হচ্ছে।'

    এদিকে গোটা বিষয়ের মাঝেই দিনহাটায় পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেন, 'পঞ্চায়েত নির্বাচনের যা হয়েছিল তা যেন আবার না হয়। দিনহাটার মানুষ একত্রিত আছে, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এই নির্বাচনতে কোনও ভাবেই অশান্ত হতে দেওয়া হবে না। জিরো টলারেন্সে কাজ হবে। দিনহাটার মানুষ শান্তি চায়। দিনহাটার মানুষ অবাধ শান্তিপূর্ণ ভোট চায়। রাজ্যপাল আপনাদের সঙ্গে আছে।'
  • Link to this news (এই সময়)