• বেআইনি নির্মাণ ঘিরে কড়া পদক্ষেপ, প্রোমোটারকে ১ কোটি জরিমানা হাইকোর্টের...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গার্ডেনরিচ কাণ্ডের জের। বেআইনি নির্মাণ ঘিরে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাওড়ার একটি বেআইনি বহুতল নির্মাণের ঘটনায় এক প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। জরিমানার পাশাপাশি বেআইনি ওই বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী তিন মাসের মধ্যে বাসিন্দাদের এই বহুতল আবাসনটি ফাঁকা করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই প্রোমোটারকে আদালতে জরিমানা জমা দিতে বলেছেন বিচারপতি। হাওড়ার ওই প্রোমোটারের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপের পর, আজ বেআইনি নির্মাণের ভিন্ন একটি মামলায় অন্য এক প্রোমোটারকে দ্বিগুণ জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে ওই প্রোমোটারকে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতা পুরসভার অনুমতি ছাড়া ১০৬ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি বহুতল তৈরি করা হয়েছিল। তা ঘিরে পুরসভার তরফে ব্যবস্থা নেওয়া হলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই প্রোমোটার। যে মামলায় ১৮ মার্চের মধ্যে প্রোমোটারকে ১ লক্ষ টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এই নির্দেশের পর ওই প্রোমোটার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। আজ এই মামলার শুনানিতে, প্রোমোটারকে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন তিনি।
  • Link to this news (আজকাল)