• ISF Candidate List : ডায়মন্ড হারবারে নওশাদকে প্রার্থী করা নিয়ে দলের অন্দরেই দ্বিমত! আজই ৮ থেকে ১০ আসনে প্রার্থী ঘোষণা ISF-এর
    এই সময় | ২১ মার্চ ২০২৪
  • ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। এই নিয়ে তাঁর কণ্ঠে একাধিকবার হুংকার শোনা গিয়েছিল। কিন্তু, তাঁর এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই প্রসঙ্গে দলেরই অনেকের আপত্তি?ইতিমধ্যেই ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। এদিকে ৭ আসনে যে কোনও মুহূর্তে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে কংগ্রেসও। সেক্ষেত্রে আসন সমঝোতায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর অবস্থান ঠিক কী হবে? তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার বাম-কংগ্রেসের সঙ্গে আলোচনা ছাড়াই আট থেকে দশটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে ISF।

    যদিও এর পরেও বাম এবং কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে আলোচনার দরজা খোলা থাকবে, এমনই মন্তব্য শোনা গেল নওশাদ সিদ্দিকির কণ্ঠে। তিনি এই সময় ডিজিটাল-কে বলেন, ‘আজ আমরা আট থেকে দশটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছি। তবে জোট নিয়ে আলোচনার জন্য দরজা খোলা থাকল। আমরা চাই বাম-কংগ্রেসের সঙ্গে আলোচনা হোক।’

    আসন সমঝোতা না হলে কি লোকসভায় ISF-এর ভোট অঙ্কে প্রভাব পড়তে পারে?হ্যাঁনাজানি না

    আলোচনার জন্য দরজা খোলা রেখেও কেন প্রার্থীদের নাম ঘোষণা? ISF নেতৃত্বের দাবি, ইতিমধ্যেই ৪২টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে তৃণমূলের তরফে। বিজেপিও ২০টি আসনে প্রার্থী দিয়েছে। এরপরেও প্রার্থী ঘোষণা না হলে দলীয় কর্মীদের মনোবলে প্রভাব পড়ছিল বলেই দাবি আইএসএফ নেতৃত্বের।

    উল্লেখযোগ্যভাবে, নওশাদ সিদ্দিকি প্রথম থেকেই দাবি করে আসছিলেন যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়তে আগ্রহী। কিন্তু, এই প্রসঙ্গে ISF নেতৃত্বের একাংশই সবুজ সংকেত দিচ্ছে না বলে জানা যাচ্ছে।

    বিষয়টি নিয়ে নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমি ডায়মন্ড হারবার থেকে লড়াই করা নিয়ে যে কথা প্রথমদিন বলেছিলাম, আজও তাই বলব। কিন্তু, বিষয়টি নিয়ে দলের অন্দরে একাধিক মতামত উঠে এসেছে। দলের একটা পরিকাঠামো রয়েছে। দলের রাজ্য কমিটির অনেকেই এই নিয়ে দ্বিমত পোষণ করেছেন। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। পুরো বিষয়টি আলোচনা সাপেক্ষ।’

    স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ কি ডায়মন্ড হারবারে প্রার্থী দেবে ISF? আর যদি প্রার্থী দেওয়াও হয় সেখানে কি নাম থাকবে নওশাদের? সূত্রের খবর, আসন সমঝোতার আলোচনায় প্রায় ১০ থেকে ১২টির বেশি আসনে প্রার্থী দিতে চেয়েছিল ISF। তাতে সম্মতি প্রাথমিক পর্যায়ে মেলেনি অন্যান্য দলের তরফে, সূত্রের খবর এমনটাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শেষমেশ কি জোট হবে?
  • Link to this news (এই সময়)