সদগুরুর দ্রুত আরোগ্য কামনায় তাঁর অনুরাগীরা। উদ্বিগ্ন বলি তারকা থেকে লাখ লাখ অনুগামী। সদ্য ব্রেন সার্জারি হয়েছে ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরুর। এখন কেমন আছেন তিনি? সদগুরুর হেলথ আপডেট জানালেন তাঁর কন্যা রাধে জগ্গি। ইনস্টাগ্রাম পোস্টে বাবার শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে সে সম্বন্ধে অনুরাগীদের বার্তা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সদগুরু কন্যা জানিয়েছেন, 'বাবা ভালো আছেন। দ্রুত সেরে উঠছেন।' সদগুরুর আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, 'সদগুরুর জি-র সঙ্গে কথা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।' প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে আপ্লুত সদগুরুও। বার্তা বিনিময়েও তিনিও পাল্টা লিখেছেন, 'প্রিয় প্রধানমন্ত্রী আমার জন্য উদ্বিগ্ন হবেন না। দেশ পরিচালনার গুরুভার আপনার কাঁধে ন্যাস্ত। আপনার বার্তা পেয়ে আমি অভিভূত। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব। ধন্যবাদ।'দেখুন মোদীর বার্তা
কী জানিয়েছেন সদগুরু কন্যা?
অন্যদিকে সদগুরুর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেছেন, 'আপনি দ্রত সুস্থ হয়ে উঠুন। আপনাকে ছাড়া সবকিছু অন্ধকার।' ১৭ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ৬৬ বছরের আধ্যাত্মিক গুরুর। বুধবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সদগুরু। মস্তিষ্ক, হৃদযন্ত্র সহ শরীরের বিভিন্ন অঙ্গ চিকিৎসায় সাড়া দিচ্ছে।
বেশ কিছু দিন ধরেই তীব্র মাথা যন্ত্রণায় ভুগছিলেন আধ্যাত্মিক গুরুত। এরপর চিকিৎসক বিনীত সুরির নির্দেশ মতো মস্তিষ্কের MRI করান। দেখা যায় মস্তিষ্কের এক দিক ফুলে গিয়েছে। রক্তক্ষরণ হয়েছেছ। ১৭ মার্চ বমি ও মাথার যন্ত্রণা বেড়ে যায়। এরপর দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সদগুরুকে। সিটি স্ক্যানে ধরা পড়ে প্রবল রক্তক্ষণরে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক।
হাসপাতালের চিকিৎসক বিনীত সুরি, প্রণব কুমার, সুধীর ত্যাগী এবং এস চট্টোপাধ্যায় সদগুরুর জগ্গা বাসুদেবের মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আধ্যাত্মিক গুরু আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। ভেন্টিলেটর থেকে তাঁকে বের করা হয়েছে। ঈশা ফাউন্ডেশনের তরফে সদগুরুর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়।
View this post on InstagramA post shared by Sadhguru (@sadhguru)
বুধবার ঈশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়, মাথায় প্রচণ্ড যন্ত্রণমা সত্ত্বেও পূর্ববর্তী কোনও প্রতিশ্রুতি বাতিল করতে চাননি তিনি। শরীর খুব খারাপ, তবুও পেইনকিলার খেয়েই যোগ দেন অনুষ্ঠানে। বিগত চার সপ্তাহ ধরেই তাঁর মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল। মাথা ব্যথা নিয়ে ৮ মার্চ শিবরাত্রির অনুষ্ঠান করেন। বিগত চার সপ্তাহ ধরেই সদগুরুর প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। ১৪ মার্চ তিনি দিল্লিতে যান। সেখানে পৌঁছনোর পরই মাথা ব্যথা প্রচণ্ড বাড়ে। সঙ্গে সঙ্গে MRI করানো হয়। রিপোর্টে দেখা যায়, বিগত তিন থেকে চার সপ্তাহ ধরেই সদগুরুর মস্তিষ্কে ক্রনিক রক্তক্ষরণ হচ্ছিল। MRI-এর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেও নতুন করে রক্তক্ষরণ হচ্ছিল। এরপরেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।
ঈশা ফাউন্ডেশনের তরফে ভিডিয়ো বার্তা আসার পরই চিন্তা বাড়ে সদগুরুর অনুগামী ও ভক্তদের মধ্যে। তবে সকলের উৎকণ্ঠা দূর করতে হাসপাতালের বেডে শুয়েই সদগুরু একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন। ভিডিয়োয় দেখা যায়, অপারেশনের পর তাঁর মাথায় সেলাই পড়েছে। ব্যান্ডেজ বাঁধা রয়েছে মাথার একদিকে। তবে সদগুরু নিজস্ব ভঙ্গিমায় সবাইকে আশ্বস্ত করে বলেন, 'হাসপাতালের নিউরোসার্জেনরা আমার মাথায় কেটে কিছু খোঁজার চেষ্টা করছিলেন। তবে কিছুই খুঁজে পাননি তাঁরা।' এরপরেই হালকা মেজাজে কিছুটা হাসেন সদগুরু। তারপর আবার বলেন,'যখন তাঁরা দেখলেন সব খালি, তখন ফের তাঁরা সেলাই করে দিলেন। এখন আমি সেলাই করা মাথা নিয়ে দিল্লিতে রয়েছি। তবে আমার মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি।’