দিনকয়েক আগেই ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন এক নবদম্পতি। প্রথম থেকেই নবদম্পতির খুনসুটি চোখে ভালো চোখে দেখতেন না প্রতিবেশী। তবে চেষ্টা করেছিলেন সহ্য করার। কিন্তু নাহ। আর পারলেন না। প্রতিবাদ জানাতে ওই মহিলা সোজা পৌঁছে গেলেন থানায়। নবদম্পতির বিরুদ্ধে জমিয়ে অভিযোগ দায়ের করলেন থানায়।ঠিক কী হয়েছিল?মহিলার পুলিশকে জানান, কয়েক মাস আগে ওই মহিলার পাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতে আসেন এক নবদম্পতি। গোল বাধে তার কিছুদিন পর থেকেই। অভিযোগ, সদ্য বিবাহিত জুটি নাকি বেডরুমের জানালা খুলেই মেতে ওঠেন খুনসুটিতে, আর তা দেখে চরম অস্বস্তিতে পড়েন প্রতিবেশী মহিলা। এমনকি লজ্জার মাথা খেয়ে ওই দম্পতিকে জানালা বন্ধের কথাও বলেন মহিলা। তবে কথা শোনা তো দূর অস্ত, উল্টে ভাড়াটিয়া নবদম্পতি এবং তাঁদের বাড়ির মালিক প্রতিবেশী মহিলাকে কটু কথা শোনায়। সেটাই মেনে নিতে পারেননি প্রতিবেশী মহিলা। ধৈর্য্যের বাঁধ ভাঙে তাঁর। সটান গিয়ে হাজির হলেন থানায়। নবদম্পতির বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ।
মহিলার অভিযোগ শুনে প্রথমে হকচকিয়ে যায় পুলিশ। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে প্রতিবেশীদের মধ্যে সম্মানের শুকনো লড়ায়ের কারণেই এতোকিছু। ইতিমধ্যেই অভিযোগকারী মহিলার বিরুদ্ধে পল্টা সরব হয়েছে ওই নবদম্পতি। তারাও ওই মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে। এমনকি ওই বাড়ির আরেক বাসিন্দা ওই মহিলার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছে। জন গেছে, ওই মহিলা এবং তর পরিবারের সদস্যদের মধ্যে প্রতিদিনই ঝামেলা, ঝগড়া লেগেই থাকে। আর তাতে শান্তি নষ্ট হয় পাশের বাড়ির মালিক এবং তর ভাড়াটিয়াদের। তিনি আরও অভিযোগ করেন, প্রতিদিনই কোনও না কোনও বাহানায় তার ভাড়াটেদের সঙ্গে ঝামেলা করেন প্রতিবেশী মহিলা এবং ওই নবদম্পতি ভাড়াটে হিসেবে আসার পর থেকেই তাঁদের নিয়ে মহিলা বিরক্তি প্রকাশ করা শুরু করেন এবং প্রায় প্রত্যেক দিনই সেই নিয়ে ঝামেলা করেন।
দু'পক্ষের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। দু'তরফের অভিযোগকারীদের ডেকে পাঠানো হয় বেঙ্গালুরুর গিরিনগর থানায়। অভিযোগকারী মহিলা এবং নবদম্পতি দু'পক্ষেরই বয়ান রেকর্ড করা হয় এবং পরে সকলকে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। দু'দিকের অভিযোগকারী পরে নিজেদের মধ্যে কথা বলে ঝামেলা মিটিয়ে নিতে রাজি হয়েছে।