Health Update Of Sadhguru: কেমন আছেন সদগুরু, ব্রেন সার্জারির পর প্রকাশ্যে ভিডিয়ো বার্তা, আরোগ্য কামনা মোদীরও
এই সময় | ২১ মার্চ ২০২৪
PM Modi Wishes Speedy Recovery to Sadhguru: অসুস্থ সদগুরু। দিল্লির এক নামী বেসরকারি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। সদগুরুর ঈশা ফাউন্ডেশনের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। এক প্রকার প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়। এর কয়েক দিন পরই মস্তিষ্কের অস্ত্রোপচার হল তাঁর।এখন কেমন আছেন সদগুরু?
সদগুরুর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এক্স হ্যান্ডেলে ঈশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সদগুরু। যে চিকিৎসকরা সদগুরুর অস্ত্রোপচার করেছিলেন তাঁরা জানাচ্ছেন ভাবনার থেকে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি।
দিল্লির বেসরকারি হাসপাতালে সিনিয়র কনসালট্য়ান্ট নিউরোলজিস্ট চিকিৎসক বিনীত কুরি জানাচ্ছেন, বিগত প্রায় চার সপ্তাহ ধরে সদগুরু মাথার যন্ত্রণা অনুভব করছিলেন। মাঝেমধ্যেই প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল তাঁর। তবে বিষয়টিকে আমল দেননি তিনি। স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। মাথায় যন্ত্রণা নিয়ে ৮ মার্চ শিবরাত্রির অনুষ্ঠানও করেন। এরপর ১৫ মার্চ যন্ত্রণা আরও বাড়ে। পৌঁছে যায় মারাত্মক পর্যায়ে। তখনই চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়ে। তবে মাথায় তীব্র যন্ত্রণা নিয়েও কী ভাবে সব কাজ চালিয়ে যাচ্ছিলেন সদগুরু তা ভেবে কিছুটা অবাক চিকিৎসক বিনীত কুরিও।
দেখুন ইশা ফাউন্ডেশনের টুইট, কী বলছেন চিকিৎসক?
ঈশা ফাউন্ডেশনের তরফে বিবৃতিতে উল্লেখ, প্রায় চার সপ্তাহ ধরে সদগুরুর মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও পূর্ব নির্ধারিত সূচি মেনে সব কাজকর্ম এমন কী ৮ মার্চ শিবরাত্রির অনুষ্ঠানও করেন তিনি। এরপর গত বৃহস্পতিবার যখন দিল্লিতে পৌঁছন তখন যন্ত্রণা আরও বাড়ে। এমআরআই-তে ধরা পড়ে মাথায় তুমুল রক্তক্ষরণ হচ্ছে। তবে পূর্ব নির্ধারিত কাজ শেষ না করে হাসপাতালে ভর্তি হতে রাজি ছিলেন না সদগুরু। এরপর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। মাথায় যন্ত্রণা তো ছিল, সঙ্গে এবার শুরু হয় বমি। দুর্বল হতে থাকে বাঁ-পাও! বিবৃতিতে উল্লেখ,'শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি হন তিনি। সিটি স্ক্যানে দেখা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে মস্তিষ্ক ফুলে গিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা'।
দেখুন সদগুরুর ভিডিয়ো বার্তা
সদগুরুর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'সদগুরু জি-র সঙ্গে কথা হয়েছে। ওঁর দ্রত আরোগ্য কামনা করছি।' প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় অভিভূত সদগুরুও। ঈশা ফাউন্ডেশনের তরফে একটি ভিডিয়ো বার্তা আসার পর উদ্বেগ বাড়ে সদগুরুর অনুগামী ও ভক্তদের মধ্য়ে। তবে সকলের উৎকণ্ঠা দূর করে হাসপাতালের বেডে শুয়েই একটি ভিডিয়ো বার্তায় সকলকে আশ্বস্ত করেন তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর মাথায় সেলাই পড়েছে, ব্যান্ডেজ বাঁধা। তবে নিজস্ব ভঙ্গিমার হাসিমুখেই সদগুরু সকলকে আশ্বস্ত করে বলেন, 'হাসপাতালের নিউরোসার্জেনরা আমার মাথায় কেটে কিছু খোঁজার চেষ্টা করেন। কিন্তু কিছুই খুঁজে পাননি তাঁরা।' এই কথা বলেই হেসে ফেলেন সদগুরু। এরপর বলেন, 'যখন চিকিৎসকরা দেখলেন আমার মাথা খালি, তখন আবার সেলাই করে দিলেন। সেলাই করা মাথা নিয়েই দিল্লিতে রয়েছি আমি। কিন্তু মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি।'