হাতের 'হাতিয়ার' প্রাক্তন মন্ত্রীর নাতি, বাংলার ৭ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী তালিকায় মেগা চমক
এই সময় | ২১ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনে আসন সমঝোতার পথেই হাঁটছে বাম-কংগ্রেস। ইতিমধ্যেই বামফ্রন্ট ১৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এখনও বাংলার জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেনি কংগ্রেস। তবে বহরমপুর থেকে ৭ আসনে প্রার্থীদের নাম তুলে ধরলেন স্বয়ং অধীর চৌধুরী। যদিও আনুষ্ঠানিক ঘোষণা যে কংগ্রেস হাইকমান্ড করবে, তা জানাতে ভুললেন না।কোন কোন আসনে প্রার্থী দেবে কংগ্রেস?
অধীরের কথা অনুযায়ী, বহরমপুর, জঙ্গিপুর, মালদা উত্তর ও দক্ষিণ, পুরুলিয়া কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। এর মধ্যে জঙ্গিপুর কেন্দ্র থেকে লড়ছেন মর্তুজা হোসেন ওরফে বকুল। বহরমপুরে যে তিনি নিজে লড়ছেন সেই কথা ঘোষণা করেছেন। রায়গঞ্জ লোকসভা থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন আলি ইমরান রমজ ওরফে ভিক্টর। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তিনি চাকুলিয়া বিধানসভার বিধায়কও ছিলেন। ভিক্টর ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগদান করেন।
মোহিত জানান, তরুণ রাজনীতিক আলি ইমরান রমজ রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি চাকুলিয়ার বিধায়ক ছিলেন। এদিকে বকুল কংগ্রেস সরকারের আমলে সেচমন্ত্রী আব্দুর সাত্তারের নাতি। বকুল মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। অধীর বলেন, 'কংগ্রেস প্রার্থী তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। প্রার্থীরাও জানেন। দেওয়ার লিখনও শুরু করে দিয়েছেন তাঁরা। হাইকমান্ড নাম ঘোষণা করবে। আমি রয়েছি।'
পাশাপাশি আলিপুরদুয়ারের আসন প্রসঙ্গে তিনি বলেন, 'ওই আসন আমরা চেয়েছিলাম। কিন্তু, ওখানে আরএসপির একজন দাঁড়িয়েছে। ফরোয়ার্ড ব্লক এবং আরএসপি যে সিপিএম-এর কথা শোনা না, তা স্পষ্ট।'
অধীর চৌধুরী এও স্পষ্ট করেন, বহরমপুরের প্রার্থী হচ্ছেন তিনিই। এছাড়াও অন্যান্য কেন্দ্রগুলি থেকে যে সম্ভাব্য নাম দলীয় সূত্রে জানা যাচ্ছে তা হল মালদা উত্তর- মুস্তাক আহমেদ, মালদা দক্ষিণ-ইশা খান চৌধুরী, জঙ্গিপুর- মোর্তজা হোসেন, বীরভূম-মিল্টন রশিদ, পুরুলিয়া- নেপাল মাহাতো। বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রে বিধানভবন যুব কংগ্রেসে সভাপতি আজাহার মল্লিকের নাম প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খবর।
এখন দেখার সংশ্লিষ্ট কেন্দ্রে শেষমেশ কাকে প্রার্থী করা হয়। উল্লেখযোগ্যভাবে, ISF আসন সমঝোতার মধ্যে থাকছে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, ১০টির বেশি আসন দাবি করেছিল তারা। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, যাদবপুর থেকে শুরু করে আরও বেশ কয়েকটি কেন্দ্র।