কংসাবতী বাঁধ থেকে জল ছাড়ার দৃশ্য উপরি পাওনা, মুকুটমণিপুরে দোলের আগে উপচে পড়া ভিড়
এই সময় | ২১ মার্চ ২০২৪
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ বাঁকুড়ার কংসাবতী জলাধার থেকে ছাড়া হল জল। বুধবার দুপুরে তিন হাজার কিউসেক জল কংসাবতী নদীবক্ষে ছাড়া হয়েছে বলে সেচ দফতর সূত্রে খবর। মুকুটমণিপুর জলাধারে জলধারণ ক্ষমতা ৪৩৪ ফুট। এদিন নদীবক্ষে জল ছাড়ার আগে জলাধারে ৪১৩ ফুট উচ্চতায় জল ছিল। মুকুটমণিপুর জলাধারে কিছু মেরামতি সহ অন্যান্য কাজের জন্যই এই জল ছাড়ার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।এদিন জল ছাড়ার পরই কংসাবতী নদী তীরবর্তী এলাকার মানুষজনদের সতর্ক করা হয় সেচ দফতরের তরফে। অন্যদিকে, জল ছাড়ার খবর পেয়েই এদিন দুপুরের পর থেকেই মুকুটমণিপুরে অসংখ্য পর্যটক ভিড় করছেন। কলকাতা সহ রাজ্যের অন্যান্য অংশ থেকে প্রতিদিন বহু মানুষ সেখানে আসেন। তাঁরা এই জল ছাড়ার দৃশ্য উপভোগ করছেন, যা 'বাড়তি পাওনা' বলেই জানিয়েছেন পর্যটকরা।
রীতিমতো পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেল বুধবার সেখানে। বসন্তে পলাশফুল এবং আরও প্রাকৃতির সৌন্দর্য্যের টানে সেখানে বহু মানুষ দৌড়ে আসেন। কলকাতা থেকে দূরত্ব খুব একটা বেশি না হওয়ায় অনেকেই হাতে গোনা কয়েকদি এখানে এসে দারুণ লাগছে। এতবার মুকুটমণিপুরে এসেছি। কিন্তু, বসন্তে এই দৃশ্য দেখা যায় না। আমরা আশা করিনি বসন্তে এই দৃশ্য দেখতে পাব। এককথায় অসাধারণ। প্রচণ্ড বাড়তি পাওনা। এখানে প্রচুর ভিড়। যাঁরা আসার কথা ভাবছেন তাঁরা এক মুহূর্ত দেরি না করে চলে আসুন।’ অনেকে ছুটি পেয়েই দৌড় লাগান মুকুটমণিপুরে। সামনে দোল, সেই জন্য পর্যটকদের ভিড় অপেক্ষাকৃত বেশি। তাঁদের জন্য প্রাপ্তিটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে।
কলকাতা থেকে মুকুটমণিপুরে বেড়াতে যাওয়া পর্যটক চুমকি ঘোষ বলেন, ‘আমরা বসন্তে পলাশফুল দেখতে এখানে এসেছিলাম। দোলের সময় এখানে পলাশ ফোটে। আর সেই সৌন্দর্য্য দেখার জন্য এখানে আসা। কিন্তু, মুকুটমণিপুরে এসে দেখি ড্যামে জল ছাড়া হয়েছে। সেই দৃশ্য রীতিমতো অপূর্ব। যে মনে হচ্ছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছি। আমরা কলকাতা থেকে এসেছি। কিন্তু, এই উপরি পাওনাটা অপ্রত্যাশিত ছিল। এর আগে কখনও আসিনি। মুকুটমণিপুরের সৌন্দর্য্য ভোলার নয়।’
এই প্রসঙ্গে পর্যটক সুপ্রিয়া সোরেন বলেন, ‘এখানে এসে দারুণ লাগছে। এতবার মুকুটমণিপুরে এসেছি। কিন্তু, বসন্তে এই দৃশ্য দেখা যায় না। আমরা আশা করিনি বসন্তে এই দৃশ্য দেখতে পাব। এককথায় অসাধারণ। প্রচণ্ড বাড়তি পাওনা। এখানে প্রচুর ভিড়। যাঁরা আসার কথা ভাবছেন তাঁরা এক মুহূর্ত দেরি না করে চলে আসুন। যাঁরা শহরের বাসিন্দা তাঁদের বলব অবিলম্বে আসুন। মুকুটমণিপুরের এই রূপ কথায় বর্ণনা করা যাবে না।’ সুপ্রিয়া-চুমকির পাশাপাশি আরো একাধিক পর্যটকের কণ্ঠে মুগ্ধতার ছাপ।