Lok Sabha Election 2024: পুরস্কারের টোপে ভোট-ভিক্ষা, ওপথে না গিয়ে সোজা ‘শাসানি’, দুই TMC প্রার্থীর কাণ্ড চর্চায়!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
Lok Sabha Election 2024:
অন্যদিকে, ভোটের প্রচারে (Election Campaign) বেরিয়ে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও (Sujata Mandal)। নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে বেরিয়ে ভোটারদের কার্যত শাসানি দিতে দেখা গেল সুজাতাকে। এলাকার বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) প্রাক্তন স্ত্রী সুজাতা ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ভোটের বেলা বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা সেটা হবে না। তৃণমূল লিড না পেলে কেউ কথা শুনতে আসবে না।”