• West Bengal: ভোটের আগে নেত্রীর মারাত্মক নজির, রঙের উৎসবও হার মানাবে!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
  • Party Change:

    এদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর কথায়, ‘এরা ক্ষমতার লোভী। আজ তৃণমূল, তো কাল অন্য দল, তারপর দিন আবার একটা দল । নিজেদের স্বার্থের জন্য এরা বারবার দল বদলায়। এরকম ভাবে রাজনীতি করে সাধারণ মানুষকে বোকা বানানো যায় না। উনি কোন দল করবেন কোথায় থাকবেন সেটা ওনার ব্যাপার। কিন্তু বিজেপি আদর্শ নৈতিকতা মেনে চলে। নিজের সুবিধার জন্য দিপালী বিশ্বাস তৃণমূলে যোগদান করেছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)