স্বাধীনতার পর এক ইতিহাস তৈরির পথে! যুগান্তকারী প্রয়াসে আনন্দে আত্মহারা দ্বীপাঞ্চলের ৮ থেকে ৮০
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
Concrete roads are being built:
এলাকার এক প্রবীণ বাসিন্দা নবকুমার সরদার বলেন, “এখানে এই প্রথম রাস্তা হচ্ছে। এই দ্বীপের মাঝখানে আমরা প্রায় চারশো পরিবার বাস করি। এতদিন এখানে একটা রাস্তাও ছিল না। এই রাস্তা তৈরির ফলে আমাদের খুব উপকার হবে।”