Swaroop Biswas IT Raid: দিন-রাত কাবার, এখনও মমতার মন্ত্রীর ভাইয়ের বাড়িতে জারি আয়কর হানা, কী এমন মিলল?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
IT Raid At Swaroop Biswas’s House Over 24 Hours:
২০০৬, ২০১১, ২০১৬ এবং ২০২১ সাল) বিধায়ক। স্বরূপ বিশ্বাসের স্ত্রী কলকাতা পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপাশি মন্ত্রীর ভাই স্বরূপের প্রভাব রয়েছে টলিউডের অভিনেতা এবং টেকনিশিয়ানদের মধ্যে। টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের প্রধানও স্বরূপ বিশ্বাস।