পশ্চিমঙ্গে এর আগে DGP রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে (Vivek Sahay) সেই পদে আনা হয়েছিল। তবে সহায়ও সেই পদে স্থায়ী হননি। তাঁকে সরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের নয়া DGP করা হয়েছে IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukherjee)। তবে পশ্চিমবঙ্গ সরকারের কাছেই DGP পদে বসানোর জন্য তিন জনের নাম চেয়ে পাঠায় কমিশন। সেই তালিকাতেই নাম ছিল বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়দের।