• Exclusive: বাংলায় জমিই ইস্যু! সিঙ্গুর, দেউচা পঁচামি বা সন্দেশখালি, একান্ত আলাপচারিতায় অকপট অনুরাধা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
  • Anuradha Talwar:

    আমার মনে হচ্ছে জীবনটা বাইনারি না। এই রাজনীতি যতদিন চলবে মানুষের জীবন বাইনারি ততদিন চলবে। কিছু কমন ইন্টারেস্ট আছে। অভাব-অভিযোগ, বঞ্চনা কোনও জাতপাত দেখে না। সাম্প্রদায়িক ব্যাপারটা অনেক ক্ষেত্রে টিকছে না। সন্দেশখালিতে প্রচার করলেও টিকছে না। আমাদের সংগঠন সন্দেশখালিতে তদন্ত করতে গিয়েছিল। আমরা বুঝেছি, প্রথমত হিন্দু-মুসলিম নয়, পার্টির ভয়ঙ্কর চাপ আর প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। সন্দেশখালিতে জমিই মূল ইস্যু। জমি কেড়ে নিয়ে টাকা না দেওয়ার ব্যাপার আছে। এই ইস্যুতে মানুষ বিরক্ত। সন্দেশখালি লোকেদের আন্দোলন পার্টির আন্দোলন নয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)