• Ae Watan Mere Watan: নেতারা জেলে! কংগ্রেস রেডিওই জ্বালিয়ে রেখেছিল স্বাধীনতার আগুন, জানেন সেই রোমহর্ষক কাহিনি?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
  • The story of Usha Mehta and Congress Radio:

    সেই তরুণদের অন্যতম ছিলেন ঊষা মেহতা। যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, তখন ঊষা মেহতার বয়স ছিল মাত্র ২২ বছর। বোম্বের আইনের ছাত্রী ঊষা গান্ধীকে শ্রদ্ধা করতেন। তিনি স্বাধীনতা সংগ্রামের অংশ হতে চেয়েছিলেন। তাঁর অনেক সহকর্মীর মত, ভারত ছাড়ো আন্দোলনের অংশ হতে নিজেকে দেশের প্রতি উৎসর্গ করেছিলেন। লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। সেসব কাহিনি নিয়ে ঊষা ঠক্করের একটি বই ২০২১ সালে প্রকাশিত হয়। বইটির নাম, ‘কংগ্রেস রেডিও: উষা মেহতা এবং আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন, ১৯৪২’। উষা ঠক্কর এই বই লেখার সময় ঊষা মেহতার সঙ্গে কথা বলেছিলেন। ঊষা মেহতা লেখিকাকে বলেছিলেন, ‘আমরা ভারত ছাড়ো আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলাম।’ কীভাবে সেই আকর্ষণ তৈরি হয়েছিল, কীভাবেই বা তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সেই ব্যাপারেও বিস্তারিত জানিয়েছেন মেহতা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)