• Lok Sabha Elections: মোদীর ‘বিকশিত ভারত’ বার্তার উপর কঠোর কমিশন, তড়িঘড়ি পাঠানো হল এই নির্দেশ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
  • প্রধানমন্ত্রী মোদীর ‘বিকশিত ভারত’ বার্তার উপর কঠোর নির্বাচন কমিশন। অবিলম্বে বার্তা পাঠানো বন্ধ করতে আইটি মন্ত্রকের নির্দেশ দিয়েছে কমিশন।

    কমিশন এবিষয়ে বেশ কয়েকটি অনেক অভিযোগ পেয়েছিল যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা এবং MCC বাস্তবায়ন সত্ত্বেও, সাধারণের ফোনে এখনও এই ধরনের বার্তা পাঠানো হচ্ছে। জবাবে, আইটি মন্ত্রণক কমিশনকে বলেছে যে এই বার্তাগুলি মডেল কোড অফ কন্ডাক্ট (এমসিসি) চালু হওয়ার আগেই পাঠানো হয়েছিল। দুর্বল নেটওয়ার্কের কারণে তা দেরিতে পৌঁছাচ্ছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)