Russia And Ukraine President Invited PM Modi: রাশিয়া-ইউক্রেন সংকটে ত্রাতা মোদীই! পুতিনের পর জেলেনস্কিকে ফোন, কী গ্যারান্টি প্রধানমন্ত্রীর?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ মার্চ ২০২৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ত্রাতা মোদীই! রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। দুই দেশই যুদ্ধের অবসানে ভারতের বিশেষ গুরুত্বের উপর আলোকপাত করেছে। জেলেনস্কি-পুতিন উভয়ের সঙ্গে কথা বলে মোদী যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর সবরকমের মানবিক সমর্থনের আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী মোদীকে দুই দেশের রাষ্ট্রনেতারাই তাদের দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী শেষবার ২০১৮ সালে রাশিয়া সফর করেছিলেন।
ভারত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধের জন্য কূটনীতি এবং আলোচনার উপর জোর দিয়েছে। বিদেশ মন্ত্রক একটি প্রেস ব্রিফিংয়ে বলেছে, “ভারত চায় যে দুই দেশের মধ্যে আলোচনা, কূটনীতি, ক্রমাগত সংলাপ হওয়া উচিত যাতে উভয় পক্ষই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে”।