• গাজায় যুদ্ধ চলবে: নেতানিয়াহু
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে আমেরিকার রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ভিডিও কনফারেন্সে তিনি এমনটি জানান। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।মার্কিন সিনেটর জন বারাসো বলেন, ‘আমরা যুদ্ধ, পণবন্দিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার প্রচেষ্টার বিষয়ে নেতানিয়াহুকে আপডেট জিজ্ঞাসা করেছি। আমরা তাঁকে বলেছিলাম- ইজরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তিনি বলেছেন- তারা ঠিক এটিই করে চলেছে।’ ভিডিও কনফারেন্সে নেতানিয়াহু জানান, গাজায় এ পর্যন্ত ২৮ হাজার মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে প্রায় ৪ হাজার কম। নেতানিয়াহুর এই কনফারেন্সের এক সপ্তাহ আগে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার ইজরায়েলে আগাম নির্বাচন করার আহ্বান জানান। ওই সময় তিনি বলেন, বিশ্বব্যাপী ‘একঘরে’ হওয়ার ঝুঁকিতেও রয়েছে ইজরায়েল।গত ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা চালায়। এর পর থেকে ইজরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে একটি বড় অংশই সাধারণ মানুষ। এতে ইজরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
  • Link to this news (আজকাল)