• ‌আট এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ, আমেরিকায় বন্ধ থাকবে বহু স্কুল...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী আট এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ। এই মহাজাগতিক ঘটনার কারণে অন্ধকার হয়ে আসবে আমেরিকা ও মেক্সিকোর কিছু অংশ। তাই ৮ এপ্রিল আমেরিকার কয়েকশো স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু স্কুলে অনলাইন ক্লাস নেওয়া হবে। এই পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে মেক্সিকোতে, এরপর তা ধীরে ধীরে সরে আসবে আমেরিকার ওপর। এই সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করছেন বহু মানুষ। তবে খালি চোখে সূর্যগ্রহণ না দেখার নির্দেশ জারি করা হয়েছে। জানা গেছে, আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, ওহিও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ারে দেখা যাবে সূর্যগ্রহণ। এছাড়া টেনেসি এবং মিশিগানের কিছু অংশেও দেখা যাবে। এরপর সূর্যগ্রহণটি সরে যাবে কানাডার দিকে। এদিকে, সূর্যগ্রহণ দেখার জন্য পড়ুয়াদের দেওয়া হবে বিশেষ জশমা। এদিকে, টেক্সাসে বাসিন্দাদের বেশি করে খাবার কিনে রাখতে বলা হয়েছে। কারণ সূর্যগ্রহণ দেখতে আসা পর্যটকদের ভিড়ে স্থানীয়দের খাবারে টান পড়তে পারে। এমনকী সূর্যগ্রহণ দেখতে বহু মানুষের সমাগম হলে তীব্র যানজট হতে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)