• ‌আল–শিফায় ৯০ জনকে হত্যার কথা স্বীকার করল ইজরায়েল
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গাজার আল–শিফা হাসপাতালে অভিযান চালিয়ে ৯০ জন সশস্ত্র হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করল ইজরায়েলের সামরিক বাহিনী। হামাস এই ঘটনার তীব্র নিন্দা করেছে। হামাস জানিয়েছে, সাধারণ মানুষ, রোগী এবং বাস্তুচ্যুতরা হাসপাতালটিতে ছিলেন। প্রসঙ্গত, গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল এই আল–শিফা। গাজা উপত্যকার উত্তরদিকে আংশিকভাবে চালু থাকা কয়েকটি হাসপাতালের মধ্যে একটি এই আল–শিফা। গাজা সরকার বলেছে, হামলার সময় হাসপাতালটিতে সাত হাজারের বেশি রোগী ও বাস্তুচ্যুত লোক ছিল। বুধবার ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রায় ৩০০ সন্দেহভাজনকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করেছে এবং তদন্তের জন্য ১৬০ জনকে গ্রেপ্তার করে ইজরায়েল নিয়ে এসেছে। হাসপাতাল থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল সামরিক বাহিনী। 
  • Link to this news (আজকাল)