• একাধিক শর্ত ও ১২ কোটি টাকা জরিমানার বিনিময়ে জামিন পাবেন আলভেস, জানাল আদালত ...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসকে জামিন দেওয়ার শর্ত জারি করল স্প্যানিশ আদালত। সেখানে বলা হয়েছে, আর্থিক জরিমান ও তিনটি শর্ত মানতে রাজি হলে জামিন দেওয়া হবে বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজিতে খেলা প্রাক্তন এই ফুটবলারকে। প্রসঙ্গত, ধর্ষণের অভিযোগে, দানি আলভেসকে স্প্যানিশ আদালত সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে। ইতিমধ্যেই ১৪ মাস জেলের সাজা ভোগ করে ফেলেছেন আলভেস। তাই এবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়ার কথা ভাবছে আদালত। তার মধ্যে হল জরিমানা বাবদ আলভেসকে দিতে হবে প্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা জরিমানা। এছাড়া আদালতের কাছে তাঁর ব্রাজিলের পার্সপোর্ট জমা দিতে হবে। যাতে আলভেস স্পেন ছেড়ে যেতে না পারেন। এছাড়াও স্প্যানিশ পার্সপোর্টের কপি জমা দিতে হবে। আলভেস তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা মহিলার ১ কিলোমিটারের মধ্যে ঘেঁষতে পারবেন না। ওই মহিলার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারবেন না। প্রতি সপ্তাহে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। এই শর্তগুলো মানলে দু’‌একদিনের মধ্যেই জামিন পেয়ে যাবেন আলভেস। 
  • Link to this news (আজকাল)