• সামির পরিবর্ত হিসেবে প্রাক্তন নাইটকে নিল গুজরাট
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য অনেকদিন আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি। কিন্তু তাঁর পরিবর্ত হিসেবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি গুজরাট টাইটান্স। শেষমেষ আইপিএল শুরুর দু"দিন আগে ভারতীয় তারকার বদলির নাম ঘোষণা করা হল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী এবার বাংলার পেসারের পরিবর্ত। সন্দীপ ওয়ারিয়রকে নিল শুভমন‌ গিলের দল। বেস প্রাইজ ৫০ লক্ষতেই গুজরাটে যোগ দিলেন তিনি। বিশ্বকাপে চোট পাওয়ার পর আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি সামি। লন্ডন থেকে অস্ত্রোপচার করে ফেরার পর আপাতত বিশ্রামে আছেন ভারতীয় পেসার। ২০১৯ সাল থেকে মাত্র পাঁচটি আইপিএলের ম্যাচ খেলেছেন সন্দীপ। মাত্র ২ উইকেট নেন ৩২ বছরের পেসার। এর আগে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন সন্দীপ। গুজরাট টাইটান্স তাঁর চতুর্থ দল। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ গুজরাটের। শেফিল্ড শিল্ডে ফাইনালে তাসমানিয়ার হয়ে খেলার জন্য প্রথম দুই ম্যাচে ম্যাথিউ ওয়েডকেও পাবে না গুজরাট। আইপিএলে অধিনায়ক হিসেবে হাতেখড়ি হবে শুভমন গিলের। 
  • Link to this news (আজকাল)