• জিজি স্যারের থেকে কী বিশেষে জিনিস শিখতে চান রিঙ্কু'
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গতবছর নাইটদের সংসারের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। কেকেআর প্লে অফে না উঠতে পারলেও প্রায় প্রত্যেক ম্যাচেই জ্বলে উঠেছিল রিঙ্কু সিংয়ের ব্যাট। এবারও সেই ছন্দ অব্যাহত রাখার চেষ্টায় নাইটদের নতুন তারকা। এবছরের দল অনেক ওজনদার। মেন্টর হিসেবে প্রত্যাবর্তন হয়েছে গৌতম গম্ভীরের। এই একটা সংযোজনই কেকেআরের শক্তি ঢের গুণ বাড়িয়ে দিয়েছে। জিজি স্যারের থেকে অনেক কিছু শিখতে চান রিঙ্কু। তারমধ্যে অন্যতম, গম্ভীরের মস্তিষ্কে ঢুকে জানতে চান সেখানে কী চলে। কেকেআরকে দেওয়া এক সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, "গতবছর আমি কেকেআরের জার্সিতে ভাল খেলেছি। যদিও আমরা প্লে অফে উঠতে পারিনি। তবে দল হিসেবে ভাল খেলেছি। তারপর আমি জাতীয় দলে সুযোগ পাই। সেখানে রাহুল স্যার, বিক্রম স্যারদের থেকে শেখার সুযোগ পাই। এবার জিজি স্যারের থেকে শেখার সুযোগ পাব। ওনার থেকে আমি একটা বিশেষ জিনিস শিখতে চাই। ব্যাট করার সময় জিজি স্যারের মাথায় কী চলত সেটা জানার ইচ্ছে আছে আমার। ওনার মস্তিষ্কের ভেতরটা জানার ইচ্ছে আছে আমার।" গম্ভীর কেকেআরে‌র মেন্টর হিসেবে ফেরায় সবার প্রত্যাশা বেড়ে গিয়েছে। তাঁর ক্রিকেটীয় মস্তিষ্ক কাজে লাগিয়েই আবার সাফল্যের সরণিতে ফিরতে চায় কলকাতা। তাঁর হাত ধরেই দু"বার ট্রফি জিতেছে কেকেআর। এবারও গম্ভীরের প্রত্যাবর্তনেই নতুন করে ট্রফির খোঁজে নাইটরা।  
  • Link to this news (আজকাল)